এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) সত্যের উপরে অর্থাৎ দ্বীনের উপরে কিভাবে অটল থাকা যায়? শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল (حفظه الله) নিম্নোক্ত চারটি বিষয়কে দ্বীনের উপর অটল ও অবিচল থাকার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন এবং ছূরাতুল ‘আস্র-কে এর প্রমাণ হিসাবে পেশ করেছেন।
(ক) ঈমান বাস্তবায়ন।
(খ) নেককাজ করা।
(গ) পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করা।
(ঘ) একে অপরকে ধৈর্যধারণের সদুপদেশ প্রদান করা।
২) খুশূ‘ অর্জনের (আল্লাহ্র প্রতি বিনয়ী হওয়ার) পদ্ধতি সম্পর্কে এক চমৎকার আলোচনা।…