পুস্তক প্রকাশনা: সফলতা ও মুক্তি লাভের সঠিক পথ-নির্দেশিকা (ঈমান, ইছলাম, ইহ্‌ছান, তারবিয়াহ, তাযকিয়াহ ও তাসফিয়াহ্-র বিবরণ)

পুস্তক প্রকাশনা: সফলতা ও মুক্তি লাভের সঠিক পথ-নির্দেশিকা (ঈমান, ইছলাম, ইহ্‌ছান, তারবিয়াহ, তাযকিয়াহ ও তাসফিয়াহ্-র বিবরণ)

রচনা ও সংকলন: শাইখ ছায়্যিদ শাহ্ ইছকান্দার ‘আলী c
সম্পাদনা: উছতায আবূ ছা‘আদা মুহাম্মাদ হাম্মাদ বিল্লাহ c
গ্রন্থনা: ছায়্যিদ শাহ আছজাদ বিল্লাহ c
গ্রন্থনা সহযোগী: ছায়্যিদ রাজী বিল্লাহ c

মূল্য মাত্র :
১০ USD
২৯০ Taka

ইহ পরকালে সফলতা ও মুক্তি লাভ করতে হলে রুবূবিয়্যাহ, উলূহিয়্যাহ এবং আছমা ও সিফাতে আল্লাহ্‌ একত্ব (তাওহীদ) অক্ষুন্ন রাখার সাথে সাথে অবশ্যই নিজের যাবতীয় কথা, কাজ, ‘আমাল-‘ইবাদাত ও ‘আক্বীদাহ-বিশ্বাসকে ছোট বড়, প্রকাশ্য গোপনীয় সর্বপ্রকার শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা ও অক্ষুন্ন রাখার জন্য যেমন তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে তেমনি র্শিক থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই র্শিক সম্পর্কে জানতে হবে। যেকোন ‘আমাল বা ‘ইবাদাত করতে হবে শুধুমাত্র আল্লাহ্‌ (سبحانه وتعالى) জন্যে আল্লাহ্‌ (سبحانه وتعالى) সন্তুষ্টিলাভের নিমিত্ত এবং অবশ্যই সে ‘আমালটি করতে হবে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এর ছুন্নাহ অনুযায়ী। কেবল তাহলেই সে ‘আমালটি আল্লাহ্‌ (سبحانه وتعالى) কাছে মাক্ববূল হওয়ার এবং তদ্বারা প্রতিদান লাভের আশা করা যেতে পারে, অন্যথায় তা কোন কাজে আসবে না। দেহের চিকিৎসার ক্ষেত্রে যেমন কিছু নিয়ম-পদ্ধতি আছে, তেমনি নাফ্ছের চিকিৎসার ক্ষেত্রেও কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে।

পুস্তক প্রকাশনা: তিনটি মৌলনীতির ব্যাখ্যা

পুস্তক প্রকাশনা: তিনটি মৌলনীতির ব্যাখ্যা

মূলঃ শাইখুল ইছলাম মোহাম্মাদ বিন ‘আব্দিল ওয়াহ্‌হাব (o)
ব্যাখ্যাঃ শাইখ মোহাম্মাদ বিন সালেহ আল ‘উছাইমীন (o)
অনুবাদঃ আবূ ছা‘আদা মোহাম্মাদ হাম্মাদ বিল্লাহ (c)

মূল্য মাত্র :
১৩ USD
২৫০ Taka

চারটি বিষয় সম্পর্কে শিক্ষা অর্জন করা আমাদের উপর ওয়াজিব। এগুলো হলো-

* ‘ইল্‌ম বা জ্ঞান। আর তা হলো আল্লাহ্‌কে (سبحانه وتعالى), তাঁর নাবীকে (صلى الله عليه وسلم) এবং দ্বীনে ইছলামকে দালীল-প্রমাণ সহকারে চেনা ও জানা। দ্বিতীয়টি হলো- এই ‘ইল্‌ম অনুযায়ী ‘আমাল করা। তৃতীয়টি হলো- এর প্রতি মানুষকে আহবান করা। চতুর্থটি হলো- উপরোক্ত তিনটি কাজ করতে যেয়ে আপতিত যন্ত্রণা ও দুঃখ-কষ্টে ধৈর্যধারণ করা। এ চারটি বিষয় সম্পর্কে যথাক্রমে জ্ঞানলাভ করা প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব। এ কথার প্রমাণ হলো ছূরাতুল ‘আস্‌র। এ ছূরায় আল্লাহ سبحانه وتعالى ‘আস্‌র যা যুগের শপথ করে বলেছেন যে, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তবে যারা এ চারটি গুণে গুণান্বিত হবে তারা উপরোক্ত ক্ষতির আওতাধীন নয়। একজন লোক যখন এ চারটি গুণে সঠিকভাবে গুণান্বিত হয়ে যাবে, তখনই সে রাব্বানিয়্যীন তথা আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

Subscribe to our mailing list

* indicates required
Close