মুছলমানদের মূল ভাষা হলো ‘আরাবী। কেননা মৌলিক যে দু’টি বিষয়কে অবলম্বন করে একজন মুছলমান তার মুছলিম পরিচয় নিয়ে বেঁচে থাকে, সে দু’টি বিষয় অর্থাৎ ক্বোরআনে কারীম এবং রাছূলুল্লাহ 1 এর ছুন্নাহ্র ভাষা হলো ‘আরাবী। তাই ক্বোরআন ও ছুন্নাহ বুঝার নিমিত্ত প্রত্যেক মুছলমানের ‘আরাবী ভাষা শিক্ষা একান্ত প্রয়োজন। তাছাড়া ভাষা হলো মানুষের পারস্পরিক সেতুবন্ধন। দ্বীনের দা‘ওয়াত এবং প্রচার ও প্রসার কল্পে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এই উপলব্ধি থেকেই ক্ষুদ্র পরিসরে ভাষা শিক্ষার জন্য আমাদের এই আয়োজন।