এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ حفظه الله নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ইছলামী দল-উপদল সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ভুল বিষয়ে কোন ‘আলিমে দ্বীনের অনুসরণ করা উচিত নয়।
৩) অন্ধ অনুসরণকারীদের অন্যতম একটি ভুল হলো- তারা একজন ইমামকে তাঁর কথা কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই অন্ধভাবে অনুসরণ করে থাকে। তারা তাদের ইমামের কথাকে ক্বোরআন ও ছুন্নাহ্র উপরে প্রাধান্য দিয়ে থাকে। আর এটাই হলো তাদের ‘আক্বীদাহগত সমস্যা। উছতায বিষয়টি অত্যন্ত স্পষ্টভাব আলোচনা করেছেন।
৪) যারা ক্বোরআন ও ছুন্নাহ্র উপরে অন্য কারো মতামতকে প্রাধান্য দিয়ে থাকে, তারা সঠিক পথ থেকে বিচ্যুত।…
Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
(Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
Date: Sunday, January 15, 2023
Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله
Listen LIVE: Click Here