‘আরাবী হার্ফ ২৯টি। যথা:-
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن و ه ء ي
মাখরাজের বিবরণ ও তার উচ্চারণ পদ্ধতি:-
যে স্থান থেকে হার্ফ (বর্ণ) উচ্চারিত হয় সে স্থানকে তথা হার্ফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়।…
জেনে রাখুন! (আল্লাহ عز وجل আপনাকে রাহ্ম করুন) আপনার জন্য ইছলামের মহান নি‘মাত লাভের নিশ্চয়তা প্রদানকারী পথ হচ্ছে মাত্র একটি, একাধিক নয়। কেননা আল্লাহ একটিমাত্র দলের জন্যই সফলতা নির্ধারণ করে দিয়েছেন। ক্বোরআনে কারীমে আল্লাহ جل وعلا ইরশাদ করেছেন:-
أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ. (سورة المجادلة- ٢٢)…
‘আল্লামা ইবনুল ক্বায়্যিম رحمه الله তাঁর বক্তব্যে বলেছেন যে, আল্লাহ্র পথ বলতে যে বিষয়টিকে বুঝানো হয়, সেটি হলো তাওহীদের দ্বিতীয় ভিত্তি “محمد رسول الله” (মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহ্র রাছূল)।
“لا إله إلا الله” (আল্লাহ ছাড়া আর কোন মা‘বূদ তথা উপাস্য নেই) এই ঘোষণা প্রদানের সাথে সাথে “محمد رسول الله” (মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহ্র রাছূল) এ বিষয়টি এসে যায়।…
ফিরিশতাগণের প্রতি বিশ্বাস পোষণ করার অর্থ হলো:- ব্যাপক ও বিশদভাবে দৃঢ়ভাবে এ বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ্র (سبحانه وتعالى) অসংখ্য মালাইকাহ (ফিরিশতা) রয়েছেন। তাদেরকে তিনি তাঁর আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন।
তাদের বর্ণনা দিয়ে আল্লাহ عز وجل ইরশাদ করেছেন:-
بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ. لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُم بِأَمْرِهِ يَعْمَلُونَ. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ. (سورة الأنبياء- ٦٢-٨٢)…