জুমু‘আর সালাত কার উপর ফার্‌য?

স্বাধীন, প্রাপ্ত বয়স্ক, বিবেকবান, নিজ এলাকায় অবস্থানরত (মুক্বীম), জুমু‘আর সালাতে উপস্থিত হতে সক্ষম এবং তাতে অনুপস্থিত থাকার শারী‘য়াতে গ্রহণযোগ্য কোন ‘উয্‌র নেই, এমন প্রত্যেক মুছলমানের উপর জুমু‘আর সালাত আদা করা ফার্‌য।

এর প্রমাণ হলো ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ.سورة الجمعة- ٩

অর্থাৎ- হে ঈমানদারগণ! জুমু‘আর দিন যখন নামাযের জন্য ডাকা হয়, তখন বেচা-কেনা ত্যাগ করে তাড়াতাড়ি করে আল্লাহর স্মরণে অগ্রসর হও। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানো।ছূরা আল জুমু‘আ- ৯

যে ব্যক্তি জুমু‘আর সালাত আদায় করে নিবে, তাকে আর ঐ দিনের যুহরের সালাত আদা করতে হবে না। আর যদি কেউ শারী‘য়াত সম্মত কোন ‘উয্‌র বশতঃ জুমু‘আর সালাতে উপস্থিত হতে না পারে, তাহলে তাকে অবশ্যই যথাসময়ে যুহরের সালাত আদা করতে হবে।

সালাতুল জুমু‘আর গুরুত্ব ও অপরিহার্যতা বর্ণনা করতে যেয়ে রাছূলুল্লাহ 1 বলেছেন:-

مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا، طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ.رواه أبو داؤد والنسائي و الحاكم

অর্থ- যে ব্যক্তি (একাধারে) তিন জুমু‘আ অলসতা ও অবহেলায় ছেড়ে দিল, আল্লাহ তার দিলে মোহর মেরে দেন।ছুনানু আবী দাঊদ, ছুনানুন্‌ নাছায়ী, মুছতাদরাকে হাকিম

সালাতুল জুমু‘আর গুরুত্ব ও অপরিহার্যতার বিষয়ে আবূ হুরায়রাহ 3 থেকে বর্ণিত হাদীছে রয়েছে, রাছূলুল্লাহ 1 বলেছেন:-

لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ.رواه مسلم و النسائي

অর্থ- হয় তারা (যে সব লোকেরা জুমু‘আর সালাত আদা করতে আসে না) অবশ্যই জুমু‘আর সালাত ত্যাগ থেকে বিরত হবে (অর্থাৎ জুমু‘আর সালাত আদা করবে), অন্যথায় অবশ্যই আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন। তাতে তারা নিশ্চিত গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেসাহীহ্‌ মুছলিম, ছুনানুন্‌ নাছায়ী

রাছূল 1 আরো বলেছেন:-

لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ، ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ.رواه مسلم و أحمد و الحاكم

অর্থ- আমার ইচ্ছে হয়, আমি কোন এক ব্যক্তিকে নামায পড়ানোর নিদের্শ দেই, আর ঐ দিকে আমি গিয়ে যে সকল লোক জুমু‘আর সালাত পড়তে আসে না, তাদের ঘর-বাড়ী জ্বালিয়ে দেই।সাহীহ্‌ মুছলিম, মুছনাদে ইমাম আহ্‌মাদ, মুছতাদরাকে হাকিম

 

গ্রন্থসূত্র:-

১) ‘আল্লামা শায়খ মুহাম্মাদ ইবনু জামীল যাইনূ সংকলিত- আরকানুল ইছলাম ওয়াল ঈমান।

২) ফিক্বহুছ্‌ ছুন্নাহ লিল ‘আল্লামা আছ্‌ছায়্যিদ ছাবিক্ব

৩) আল ফিক্বহু ‘আলাল মাযাহিবিল আরবা‘আহ লি আব্দির্‌ রহমান আল জাযিরী।

৪) বুলূগুল মারাম লিল ‘আল্লামা আল হাফিয ইবনু হাজ্‌র আল ‘আছক্বালানী।

৫) যাদুল মা‘আদ লিল ‘আল্লামা আল হাফিয ইবনু ক্বায়্যিম আল জাওযিয়্যাহ।

৮) আল মাজমূ‘ লিল ইমাম আশ শাফি‘য়ী।

৭) আল মুগনী লিল ইমাম ইবনু ক্বোদামা।

 


১. سورة الجمعة- ٩ 
২. ছূরা আল জুমু‘আ- ৯ 
৩. رواه أبو داؤد والنسائي و الحاكم 
৪. ছুনানু আবী দাঊদ, ছুনানুন্‌ নাছায়ী, মুছতাদরাকে হাকিম 
৫. رواه مسلم و النسائي 
৬. সাহীহ্‌ মুছলিম, ছুনানুন্‌ নাছায়ী 
৭. رواه مسلم و أحمد و الحاكم 
৮. সাহীহ্‌ মুছলিম, মুছনাদে ইমাম আহ্‌মাদ, মুছতাদরাকে হাকিম 

Subscribe to our mailing list

* indicates required
Close