রচনা ও সংকলন: শাইখ ছায়্যিদ শাহ্ ইছকান্দার ‘আলী c
সম্পাদনা: উছতায আবূ ছা‘আদা মুহাম্মাদ হাম্মাদ বিল্লাহ c
গ্রন্থনা: ছায়্যিদ শাহ আছজাদ বিল্লাহ c
গ্রন্থনা সহযোগী: ছায়্যিদ রাজী বিল্লাহ c
পুস্তক প্রকাশনা: সফলতা ও মুক্তি লাভের সঠিক পথ-নির্দেশিকা (ঈমান, ইছলাম, ইহ্ছান, তারবিয়াহ, তাযকিয়াহ ও তাসফিয়াহ্-র বিবরণ)
ইহ পরকালে সফলতা ও মুক্তি লাভ করতে হলে রুবূবিয়্যাহ, উলূহিয়্যাহ এবং আছমা ও সিফাতে আল্লাহ্ একত্ব (তাওহীদ) অক্ষুন্ন রাখার সাথে সাথে অবশ্যই নিজের যাবতীয় কথা, কাজ, ‘আমাল-‘ইবাদাত ও ‘আক্বীদাহ-বিশ্বাসকে ছোট বড়, প্রকাশ্য গোপনীয় সর্বপ্রকার শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা ও অক্ষুন্ন রাখার জন্য যেমন তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে তেমনি র্শিক থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই র্শিক সম্পর্কে জানতে হবে। যেকোন ‘আমাল বা ‘ইবাদাত করতে হবে শুধুমাত্র আল্লাহ্ (سبحانه وتعالى) জন্যে আল্লাহ্ (سبحانه وتعالى) সন্তুষ্টিলাভের নিমিত্ত এবং অবশ্যই সে ‘আমালটি করতে হবে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এর ছুন্নাহ অনুযায়ী। কেবল তাহলেই সে ‘আমালটি আল্লাহ্ (سبحانه وتعالى) কাছে মাক্ববূল হওয়ার এবং তদ্বারা প্রতিদান লাভের আশা করা যেতে পারে, অন্যথায় তা কোন কাজে আসবে না। দেহের চিকিৎসার ক্ষেত্রে যেমন কিছু নিয়ম-পদ্ধতি আছে, তেমনি নাফ্ছের চিকিৎসার ক্ষেত্রেও কিছু নিয়ম-পদ্ধতি রয়েছে। …