• Live class

    Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
    Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
    (Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
    Date: Sunday, January 15, 2023
    Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله 
    Listen LIVE:
    Click Here

    2

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২য় পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
২) “অন্তর ও লজ্জাশীলতা প্রসঙ্গ”, উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিষয়টি ছালাফে সালিহীনের (رضي الله عنهم) দেয়া বর্ণনা ও সংজ্ঞার আলোকে ব্যাখ্যা করেছেন।
৩) উছতায ঈমানের সাথে লজ্জাশীলতার সম্পর্ক বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া হায়া-শরম না থাকা কিংবা কম থাকার কারণে ঈমান ও ‘আমাল বিনষ্ট কিংবা হ্রাস হওয়ার বিষয়টিও শাইখের আলোচনায় উঠে এসেছে।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মহিলাদের সাথে সম্পৃক্ত সমস্যা কয়েক প্রকার- নারীদের কিছু সমস্যা আছে যা পুরুষের দ্বারা সৃষ্ট এবং পুরুষরাই এর জন্য দায়ী। আবার কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারা সৃষ্ট এবং এর কু-প্রভাব পড়ে পুরুষ ও সমাজের উপর। আর কিছু সমস্যা আছে যা নারীদের দ্বারাই সৃষ্ট এবং নারীরাই উক্ত সমস্যায় জর্জরিত হয়।
২) এই সকল সমস্যার আগমন মূলত: চারটি দরজা দিয়ে ঘটে থাকে, কিংবা বলা যায় যে, চারটি কারণে এসব সমস্যা দেখা দেয়।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১০ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মিথ্যা বলতে কি বুঝায়? মিথ্যা বলার স্বভাব পুরুষ-মহিলা উভয়ের মধ্যেই দেখা যায়। মিথ্যা বলা মুনাফিক্বের স্বভাব-বৈশিষ্ট্য। মিথ্যাচার এবং মিথ্যাচারী সম্পর্কে ক্বোরআনে কারীমে আল্লাহ سبحانه وتعالى ইরশাদ করেছেন:-

إِنَّمَا يَفْتَرِى الْكَذِبَ الَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِآيَـتِ اللَّهِ وَأُوْلـئِكَ هُمُ الْكَـذِبُونَ. (سورة النحل- ١٠٥)

অর্থাৎ- নিশ্চয় মিথ্যারোপ করে তারা, যারা আল্লাহ্‌র আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আর তারা হলো প্রচন্ড মিথ্যাবাদী। (ছূরা আন্‌ নাহ্‌ল- ১০৫)

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৯ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) গীবত থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে উছতায আলোচনা করেছেন।
২) জারহ্‌ ও তা‘দীল বিষয়ে আলোচনা।
৩) কখন আমরা একজন মুছলমান সম্পর্কে কথা বলতে পারব? এক্ষেত্রে শর্তগুলো কি?

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৮ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মুখের দ্বারা তথা কথার দ্বারা একজন লোক তার ইহ ও পরকালকে বিনষ্ট করে ফেলতে পারে। আমাদের পরিবার ও সমাজে যে সমস্যাগুলো দেখা দেয়, এর বেশিরভাগই মূলতঃ মুখের বা কথার দ্বারা সৃষ্ট। উছতায উদাহরণসহ বিষয়টি আলোচনা করেছেন।
২) উছতায পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে হলে অবশ্যই মুখকে হিফাযাত ও নিয়ন্ত্রণ করতে হবে।
৩) মু‘আয ইবনু জাবাল رضي الله عنه বর্ণিত নিম্নোক্ত হাদীছ সম্পর্কে আলোচনা-

يَا رَسُلَ اللهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي عَنِ النَّارِ، قَالَ: لَقَدْ سَأَلْتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ: تَعْبُدُ اللهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ. ثُمَّ قَالَ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيرِ: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِىءُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِىءُ الْمَاءُ النَّارَ، وَصَلاَةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلاَ

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৭ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মুখকে প্রহরা দেয়ার গুরুত্ব। মুখের অনিষ্ট এবং একে প্রহরা দেয়ার উপকারিতা ও উত্তম ফলাফল সম্পর্কে উছতায আলোচনা করেছেন। তিনি এতদ্বিষয়ে বিভিন্ন হাদীছ থেকে প্রমাণ উপস্থাপন করেছেন।
২) উছতায মন্দ কথা ও উত্তম কথার সংজ্ঞা উদাহরণসহ পেশ করেছেন।
৩) মুখের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম সংঘঠিত হয়ে থাকে। তন্মধ্যে হলো যেমন- গীবত (পরনিন্দা), নামীমাহ (চোগলখোরী), মিথ্যা বলা, কারো গোপেন দোষ-ত্রুটি প্রকাশ করা, কারণ ছাড়া কোন মুছলমানকে গালি দেয়া, উচ্চস্বরে কথা বলা, অযথা-অনর্থক কথা-বার্তা বলা, কুটনামী করা

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৩১তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) “মূমিনরা ক্বিয়ামাতের দিন তাদের পালনকর্তার দর্শন লাভ করবে” এ সম্পর্কিত পূর্ববর্তী আলোচনার সারসংক্ষেপ। উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله জাহমিয়াহ, আশ‘আরী, মু‘তাযিলাহ প্রভৃতি পথভ্রষ্ট সম্প্রদায়ের ভ্রান্ত ‘আক্বীদাহ-বিশ্বাস স্পষ্টভাবে তুলে ধরেছেন।
২) “মূমিনরা ক্বিয়ামাতের দিন তাদের পালনকর্তার দর্শন লাভ করবে” এ সম্পর্কিত দালীল-প্রমাণগুলো বিশদভাবে আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close