উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে হিজাব বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
২) এটা জানা আব্যশক যে, একজন নারীর এমন কতক মাহ্রাম রয়েছেন, যাদের সামনে তাকে পর্দা পালন করতে হয় এবং এমন কতক মাহ্রাম রয়েছেন, যাদের সামনে সেভাবে পর্দা পালন তার জন্য আবশ্যক নয়।
৪) ১২ প্রকার মাহ্রাম রয়েছেন যাদের সামনে একজন নারীকে পর্দা পালন করতে হয় না। এর প্রমাণ হলো ছূরা নূরের ৩১নং আয়াত। উছতায বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এছাড়া অন্য যেসব মাহ্রাম রয়েছেন তাদের সামনে একজন নারীর পর্দা পালন করা আবশ্যক।…