মহিলা বিষয়ক

ইছলাম বিবর্জিত সমাজ ও সভ্যতায় নারীরা খেলনার পুতুল, ব্যবসার সামগ্রী আর স্নায়ু-যুদ্ধের হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক সভ্যতার নামে চূড়ান্ত অসভ্যতার জোয়ারে আজ অধিকাংশ নারীরা যেমন তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছে, তেমনি তারা ভুলেই গেছে তাদের প্রকৃত অধিকার ও আত্ম-পরিচয়। অথচ ইছলাম তাদেরকে দিয়েছে যথাযথ অধিকার ও সম্মান। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা কিভাবে রক্ষা করবে নিজেদের অধিকার ও মান-সম্মান, তারও সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছে ইছলাম। তাই নিজেদের প্রকৃত দায়িত্ব-কর্তব্য, প্রাপ্য অধিকার ও সম্মান সম্পর্কে সঠিক দালীল-প্রমাণসহ জানুন, সচেতন হোন।

Subscribe to our mailing list

* indicates required
Close