হাদীছের শ্রেণী ও প্রকারভেদ

যে দু’টি বিষয় আঁকড়ে থাকলে পথভ্রষ্ট না হওয়ার নিশ্চয়তা রাছূলুল্লাহ 1 দিয়ে গেছেন, তার একটি হচ্ছে- রাছূলুল্লাহ্‌র (1) ছুন্নাহ। রাছূলুল্লাহ 1 এর কথা-বার্তা, কাজ-কর্ম, অনুমোদন ও সম্মতি এবং তাঁর দৈহিক ও চারিত্রিক গুণাবলীর বিবরণ, এসবের সমষ্টিগত নাম হলো- ছুন্নাহ। ছুন্নাহ্‌র সম্পূর্ণ বিপরীত বিষয় হলো বিদ‘আহ। বিভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে বাঁচতে হলে অবশ্যই ছুন্নাহ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে এবং ছুন্নাহ্‌কে আঁকড়ে ধরতে হবে।

সব গুলো প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

হাদীছের শ্রেণী ও প্রকারভেদ

হাদীছের শ্রেণী ও প্রকারভেদ:

ছনদ তথা বর্ণনাধারার শেষ বা চূড়ান্ততা বিবেচনায় হাদীছ কত প্রকার ও কি কি?

ছনদ তথা বর্ণনাধারার শেষ বা চূড়ান্ততা বিবেচনায় খাব্‌র/হাদীছ তিন প্রকার:-

(১) মারফু‘ (২) মাওক্বোফ (৩) মাক্বতূ‘।

হাদীছ বা খাব্‌রে মারফূ‘ কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি?

Subscribe to our mailing list

* indicates required
Close