বিয়ে সঠিক হওয়ার শর্তসমূহ

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৪০নং পর্ব)

উছতায আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله “বিয়ের রুক্‌ন এবং শর্তসমূহ” নিয়ে আলোচনা করেছেন, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বিয়ের রুক্‌নগুলো কি কি?
বিয়ের রুক্‌ন হলো- ২ টি। সেগুলো হলো-

ক) বর এবং কনে (যাদের জন্য বিয়ে করার মধ্যে কোনো শার‘য়ী প্রতিবন্ধকতা নেই)।

Subscribe to our mailing list

* indicates required
Close