আল আখলাক্ব ওয়াত্ তারবিয়াহ্

জন্ম থেকে মৃত্যূ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল ‘আলামীনের সন্তুষ্টি সহকারে পরিচালনার জন্য যে জ্ঞান অপরিহার্য, সেটি হলো ইছলামী বিধান বা ব্যবহারশাস্ত্র, অর্থাৎ ইছলামী ফিক্ব্‌হ। তাই জীবনের প্রতিটি বিষয়ে ইছলামী বিধি-বিধান ও নিয়ম-নীতি সম্পর্কে বিশুদ্ধ উৎস থেকে সঠিকভাবে জানতে হবে। নতুবা ব্যক্তি নিজে যেমন পথভ্রষ্ট হবে অন্যকেও পথভ্রষ্ট করবে।

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২১তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) লজ্জাশীলতা ও তার গুরুত্ব সম্পর্কে ধারাবাহিক আলোচনা।
২) ঈমানদারের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো হায়া।
৩) ছা‘আদ ইবনু ‘উবাদাহ رضي الله عنه এর হায়া সম্পর্কিত একটি কথা এবং এর উপর রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এর অভিমত।
৪) হায়া বা লজ্জাশীলতা দুই প্রকার-

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২০তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) লজ্জাশীলতা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ।
২) লজ্জাশীলতার অভাবে আমাদের সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে উছতায আলোচনা করেছেন।
৩) ইমাম ইবনুল ক্বায়্যিম رحمه الله লজ্জাশীল হওয়ার বা লজ্জাশীলতার গুণ অর্জনের যেসব উপায় বর্ণনা করেছেন, উছতায নিম্নে সেগুলো তুলে ধরেছেন।

(ক) এই জ্ঞান অর্জন করা যে, আল্লাহ سبحانه وتعالى তাকে (প্রতিটি মানুষকে) প্রতিটি মূহুর্তে নজরদারি করছেন।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৯তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায  “আল-হায়া” বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) ইমাম নাওয়াওয়ী رحمه الله, জুনাইদ رحمه الله, যুন্‌নূন رحمه الله, ইমাম ইবনু ক্বায়্যিম رحمه الله সহ আরো অন্যান্য ‘উলামায়ে কিরাম কর্তৃক প্রদত্ত হায়া বা লজ্জাশীলতার সংজ্ঞা।
২) ক্বাল্‌ব তথা অন্তরের প্রাণ বা হায়াত এবং লজ্জাশীলতা বা হায়া এ দুটি বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত ও সহায়ক।
৩) লজ্জাশীলতা সম্পর্কে ফুযায়ল ইবনু ‘ইয়ায رحمه الله এর বক্তব্য।
৪) মহান পালনকর্তা; আল্লাহ্‌র (سبحانه وتعالى) লজ্জাশীলতা এবং বান্দাহ্‌র লজ্জাশীলতার

ইছলামের উপর অটল ও অবিচল থাকা (৪র্থ পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি অন্তর পরিশুদ্ধির আবশ্যকতা, ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেছেন। ছালাফে সালিহীনের (رضي الله عنهم) মানহাজ অনুযায়ী ক্বোরআন ও ছুন্নাহ অনুশীলন করতে যেয়ে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারীগণকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে ‌এবং প্রতিনিয়ত হচ্ছে। ছালাফে সালিহীনের অনুসারীগণ সমাজে নিজেদেরকে অপরিচিত-নিঃসঙ্গ ভাবেন। তবে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এদেরকেই সুসংবাদ দিয়েছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close