দ্বীনের যে তিনটি স্তর রয়েছে তার সর্বোচ্চ স্তর হচ্ছে- আল ইহ্ছান। ঈমান ও ইছলামের সিঁড়ি বেয়ে মানযিলে মাক্বসূদে পৌঁছার পথ ও মাধ্যম হলো ইহ্ছান। তাই গন্তব্যে পৌঁছাতে হলে কিংবা উদ্দেশ্য সাধন করতে হলে অবশ্যই সঠিকভাবে ইহ্ছান অনুশীলন করতে হবে। আর সঠিক অনুশীলনের জন্য প্রয়োজন বিষয়টি সম্পর্কে সর্বাগ্রে সঠিক জ্ঞান।