সব গুলো প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

সকল নাবীর দ্বীন এবং দা‘ওয়াত কি এক ও অভিন্ন ছিল?

সকল নাবীর দ্বীন এবং দা‘ওয়াত কি এক ও অভিন্ন ছিল? হ্যাঁ, অবশ্যই সকল নাবী-রাছূলের (عليهم السلام) দ্বীন এবং তাদের দা‘ওয়াতের মূল বিষয়-বস্তু এক ও অভিন্ন ছিল। এ বিষয়ে ক্বোরআনে কারীমে আল্লাহ سبحانه وتعالى ইরশাদ করেছেন:-

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولاً أَنِ اعْبُدُواْ اللّهَ وَاجْتَنِبُواْ الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلالَةُ فَسِيرُواْ فِي الأَرْضِ فَانظُرُواْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ. (سورة النحل- ٣٦)

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৫তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন।
পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিশেষ করে বিয়ের ব্যাপারে আলোচনা করেছেন। আরো যেসব বিষয় আলোচনা করেছেন তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বিয়ে শব্দের আভিধানিক ও পারিভাষিক ব্যাখ্যা এবং বিয়ে ব্যবস্থা প্রচলন করার প্রকৃত কারণসমূহ।
২) দ্বীনে ইছলামে সন্ন্যাসবাদের কোন স্থানে নেই।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৪তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ (حفظه الله) এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ (حفظه الله) বিশেষ করে মুহাব্বাহ বা ভালোবাসা সম্পর্কে আরো যেসব বিষয় আলোচনা করেছেন তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) মূল বিষয়বস্তু; মুহাব্বাতে শার‘ইয়্যাহ- মুহাব্বাত বা ভালোবাসার স্বাদ কিসের উপর নির্ভর করে? এটি দুইটি বিষয়ের উপরে নির্ভর করে যার মধ্যে যত বেশি গুণাবলী থাকবে, তাকে ভালোবেসে ততো বেশি তৃপ্তি লাভ করবেন।
২) একজন প্রকৃত মূমিনের ভালোবাসা কার প্রতি বেশি হওয়া উচিত? এবং এই ভালোবাসা কিরূপ হওয়া উচিত?

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৩তম পর্ব)

এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
১) আল-মুহাব্বাহ বা ভালোবাসা প্রসঙ্গে আলোচনা।
২) একজন আরেকজনকে কেন ভালোবাসে? এই ভালোবাসার কারণটা কি?
৩) ভালোবাসার যে পরিপূর্ণ স্বাধ, মানুষ তা কখন পায় এবং কি ভাবে পায়?
৪) অবৈধ ভালোবাসা থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং যারা অবৈধ ভালোবাসাকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করেন এবং এগুলো থেকে বেঁচে থাকেন, তাদের কিছু ঘটনা এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কী নি’মাত রয়েছে?

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩২তম পর্ব)

এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুস্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
১) ভালোবাসা সম্পর্কে শারী‘য়াতের বিধি-বিধান। ভালোবাসা প্রধানতঃ দুই প্রকার-

ক) স্বভাবজাত ভালোবাসা।
খ) শারী‘য়াত সম্মত ভালোবাসা।

২) কোন ধরনের ভালোবাসা বৈধ আর কোনটা অবৈধ, শাইখ বিস্তারিত আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close