সব গুলো প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

সরল-সঠিক পথ একটাই

জেনে রাখুন! (আল্লাহ عز وجل আপনাকে রাহ্‌ম করুন) আপনার জন্য ইছলামের মহান নি‘মাত লাভের নিশ্চয়তা প্রদানকারী পথ হচ্ছে মাত্র একটি, একাধিক নয়। কেননা আল্লাহ একটিমাত্র দলের জন্যই সফলতা নির্ধারণ করে দিয়েছেন। ক্বোরআনে কারীমে আল্লাহ جل وعلا ইরশাদ করেছেন:-

أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ. (سورة المجادلة- ٢٢)

আল্লাহ্‌র নির্দেশিত একক পথ কোনটি বা কী?

‘আল্লামা ইবনুল ক্বায়্যিম رحمه الله তাঁর বক্তব্যে বলেছেন যে, আল্লাহ্‌র পথ বলতে যে বিষয়টিকে বুঝানো হয়, সেটি হলো তাওহীদের দ্বিতীয় ভিত্তি “محمد رسول الله” (মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহ্‌র রাছূল)।

“لا إله إلا الله” (আল্লাহ ছাড়া আর কোন মা‘বূদ তথা উপাস্য নেই) এই ঘোষণা প্রদানের সাথে সাথে “محمد رسول الله” (মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহ্‌র রাছূল) এ বিষয়টি এসে যায়।

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

শাইখুল ইছলাম ইবনু তাইমিয়াহ কর্তৃক রচিত “আল ‘আক্বীদাতুল ওয়াছিত্বিয়্যাহ” (৪র্থ পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি ক্বোরআন ও ছুন্নাহ নির্দেশিত এবং ছালাফে সালিহীনের অনুসৃত প্রকৃত ইছলামী ‘আক্বীদাহ বিষয়ে বিশেষ করে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সুমহান নাম ও গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট দালীল-প্রমাণ সহ সংক্ষিপ্ত সারগর্ভ বক্তব্য প্রদান করেছেন।

ইছলামের উপর অটল ও অবিচল থাকা (৩য় পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি অন্তর পরিশুদ্ধির অাবশ্যকতা, ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেছেন। ছালাফে সালিহীনের (رضي الله عنهم) মানহাজ অনুযায়ী ক্বোরআন ও ছুন্নাহ অনুশীলন করতে যেয়ে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারীগণকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে ‌এবং প্রতিনিয়ত হচ্ছে। ছালাফে সালিহীনের অনুসারীগণ সমাজে নিজেদেরকে অপরিচিত-নিঃসঙ্গ ভাবেন। তবে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এদেরকেই সুসংবাদ দিয়েছেন।

ইছলামের উপর অটল ও অবিচল থাকা (২য় পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি অন্তর পরিশুদ্ধির অাবশ্যকতা, ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেছেন। ছালাফে সালিহীনের (رضي الله عنهم) মানহাজ অনুযায়ী ক্বোরআন ও ছুন্নাহ অনুশীলন করতে যেয়ে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারীগণকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে ‌এবং প্রতিনিয়ত হচ্ছে। ছালাফে সালিহীনের অনুসারীগণ সমাজে নিজেদেরকে অপরিচিত-নিঃসঙ্গ ভাবেন। তবে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم এদেরকেই সুসংবাদ দিয়েছেন।

ওয়াছীলাহ গ্রহণ সম্পর্কিত বিষয়াদী

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত একটি বক্তৃতা। এতে তিনি কি ধরনের ওয়াছীলাহ গ্রহণ করা শারী‘য়াত সম্মত তথা জায়িয বা বৈধ এবং কি ধরনের ওয়াছীলাহ গ্রহণ করা নাজায়িয বা অবৈধ, তাছাড়া সত্যবিচ্যুত, বাতিলপন্থি বিভিন্ন দল কিভাবে তাওয়াছ্‌ছুল বা ওয়াছীলাহ গ্রহণের বিষয়টির অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভিন্ন রকমের শির্‌ক ও বিদ‘আতে লিপ্ত করে থাকে, সে সব বিষয়ে আলোচনা করেছেন। তিনি শ্রোতাদেরকে এই মর্মে আহবান জানিয়েছেন যে, যেহেতু ওয়াছীলাহ গ্রহণ করা হলো ‘ইবাদাত, তাই তারা যেন ওয়াছীলাহ গ্রহণের পূর্বে এর বৈধ এবং অবৈধ পন্থা ও পদ্ধতি সম্পর্কে এবং এ দু‘য়ের পার্থক্য সম্পর্কে সম্যক অবগত হন।

Subscribe to our mailing list

* indicates required
Close