সব গুলো প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

“ফিরিশতাগণের প্রতি বিশ্বাস” বলতে কি বুঝায়?

ফিরিশতাগণের প্রতি বিশ্বাস পোষণ করার অর্থ হলো:- ব্যাপক ও বিশদভাবে দৃঢ়ভাবে এ বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ্‌র (سبحانه وتعالى) অসংখ্য মালাইকাহ (ফিরিশতা) রয়েছেন। তাদেরকে তিনি তাঁর আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন।

তাদের বর্ণনা দিয়ে আল্লাহ عز وجل ইরশাদ করেছেন:-

بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ. لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُم بِأَمْرِهِ يَعْمَلُونَ. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ. (سورة الأنبياء- ٦٢-٨٢)

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

শাইখুল ইছলাম ইবনু তাইমিয়াহ কর্তৃক রচিত “আল ‘আক্বীদাতুল ওয়াছিত্বিয়্যাহ” (৪র্থ পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি ক্বোরআন ও ছুন্নাহ নির্দেশিত এবং ছালাফে সালিহীনের অনুসৃত প্রকৃত ইছলামী ‘আক্বীদাহ বিষয়ে বিশেষ করে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সুমহান নাম ও গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট দালীল-প্রমাণ সহ সংক্ষিপ্ত সারগর্ভ বক্তব্য প্রদান করেছেন।

শাইখুল ইছলাম ইবনু তাইমিয়াহ কর্তৃক রচিত “আল ‘আক্বীদাতুল ওয়াছিত্বিয়্যাহ” (২য় পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি ক্বোরআন ও ছুন্নাহ নির্দেশিত এবং ছালাফে সালিহীনের অনুসৃত প্রকৃত ইছলামী ‘আক্বীদাহ বিষয়ে বিশেষ করে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সুমহান নাম ও গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট দালীল-প্রমাণ সহ সংক্ষিপ্ত সারগর্ভ বক্তব্য প্রদান করেছেন।

রাছূলুল্লাহ-কে (صلى الله عليه وسلم) জানা এবং তাকে ভালোবাসা (১ম পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি ভাষণ। এতে তিনি তিনটি মৌলনীতির মধ্য হতে দ্বিতীয় মৌলনীতি (“প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব, তার নাবী-কে সঠিকভাবে চেনা ও জানা”) সম্পর্কে আলোচনা করেছেন। নাবীকে (صلى الله عليه وسلم) চিনতে ও জানতে পারার ‘আলামাত হলো তাঁর অনুসরণ করা এবং মানুষের মধ্যে তাকে সবচাইতে বেশি ভালোবাসা।

সমাজ সংস্কারে তাক্বওয়ার ভূমিকা

এটি তাক্বওয়া বিষয়ে শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি তাক্বওয়া এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। তাক্বওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভীতি এবং বিরত থাকা। তবে শারী‘য়াতের পরিভাষায় তাক্বওয়ার এক বিশেষ অর্থ রয়েছে, আর তা হলো- অন্তরের এমন এক উচ্চ অবস্থা যা মানুষকে এই মর্মে সচেতন করে রাখে যে, আল্লাহ عز وجل জানেন এবং সদা-সর্বদা সবকিছু দেখছেন। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সকল বিষয়েই পুরোপুরি অবগত এবং সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন। আর এই বোধ ও উপলব্ধি সবসময় ভালো কাজ করতে এবং মন্দ ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে ব্যক্তিকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। তাক্বওয়ার প্রভাব যেমন ব্যক্তির উপর হয় তেমনি সমাজের উপরও হয়ে থাকে।

Subscribe to our mailing list

* indicates required
Close