(সম্পূর্ণ অডিও সেট) শাইখ সালিহ্‌ আল ‘উছাইমীন সংকলিত – ছুজূদুছ্‌ ছাহওয়ি বা ছাজদায়ে ছাহু-র নিয়ম-ক্বানূন

এই আলোচনাটি মূলত শাইখ সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله সংকলিত “ছজূদুছ্‌ ছাহওয়ি” পুস্তিকা থেকে করা হয়েছে। উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله খুবই সহজ-সুন্দরভাবে বিষয়টি আলোচনা করেছেন এবং এতদসম্পর্কিত মাছআলাগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।
১) ছাজদায়ে ছাহু কখন ও কিভাবে করতে হয়?
২) তিনটি কারণে ছাজদায়ে ছাহু করতে হয়-

ক) ভুলবশতঃ সালাতে অতিরিক্ত কিছু করলে।
খ) সালাতে ভুলবশতঃ কিছু বাদ পড়লে।
গ) সালাতে কোন সন্দেহ সৃষ্টি হলে।

৩) ফিক্বহী বিষয়াদির মূলনীতি এবং উসূলুল ফিক্বহ বিষয়ে ছালাফে সালিহীনের আদর্শ অনুসারীদের নীতি ও দৃষ্টিভঙ্গি বিষয়ে শাইখ আলোচনা করেছেন।
৪) ছুজূদুছ্‌ ছাহওয়ি-র সাথে সম্পর্কিত সন্দেহ এবং এক্ষেত্রে করণীয় বিষয়ে আলোচনা।
৫) জামা‘আতে সালাত আদায়কালে ইমাম কোন ভুল করলে মুক্বতাদীকে কি করতে হবে এবং মুক্বতাদী ভুল করলে তাকে কি করতে হবে?

Subscribe to our mailing list

* indicates required
Close