এই আলোচনাটি মূলত শাইখ সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله সংকলিত “ছজূদুছ্ ছাহওয়ি” পুস্তিকা থেকে করা হয়েছে। উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله খুবই সহজ-সুন্দরভাবে বিষয়টি আলোচনা করেছেন এবং এতদসম্পর্কিত মাছআলাগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।
১) ছাজদায়ে ছাহু কখন ও কিভাবে করতে হয়?
২) তিনটি কারণে ছাজদায়ে ছাহু করতে হয়-
ক) ভুলবশতঃ সালাতে অতিরিক্ত কিছু করলে।
খ) সালাতে ভুলবশতঃ কিছু বাদ পড়লে।
গ) সালাতে কোন সন্দেহ সৃষ্টি হলে।
৩) ফিক্বহী বিষয়াদির মূলনীতি এবং উসূলুল ফিক্বহ বিষয়ে ছালাফে সালিহীনের আদর্শ অনুসারীদের নীতি ও দৃষ্টিভঙ্গি বিষয়ে শাইখ আলোচনা করেছেন।
৪) ছুজূদুছ্ ছাহওয়ি-র সাথে সম্পর্কিত সন্দেহ এবং এক্ষেত্রে করণীয় বিষয়ে আলোচনা।
৫) জামা‘আতে সালাত আদায়কালে ইমাম কোন ভুল করলে মুক্বতাদীকে কি করতে হবে এবং মুক্বতাদী ভুল করলে তাকে কি করতে হবে?