• Live class

    Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
    Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
    (Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
    Date: Sunday, January 15, 2023
    Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله 
    Listen LIVE:
    Click Here

    2

ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা বিষয়ক প্রশ্নোত্তর (১ম পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। ভাষান্তর করেছেনে আশ্‌ শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله। আলোচনান্তে নিম্নে উল্লেখিত কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে-

১) আপনি যেমন উল্লেখ করলেন- হাদীছে বলা হয়েছে যে, এই উম্মাতের ৭৩টি দলের মধ্যে একটিমাত্র দলই হবে বিজয়ী, তাহলে অবশিষ্ট ৭২টি দল কি মুছলমানদের মধ্য হতে হবে, না তারা সকলেই হবে অমুছলিম?

ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা (২য় পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله তাঁর এই ভাষণে ছালাফে সালিহীনের অনুসৃত নীতি-পন্থার যথার্থতা এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তার বিষয়টি ক্বোরআন ও ছুন্নাহ্‌র দালীল-প্রমাণ দিয়ে সন্দেহাতীত ভাবে প্রমাণিত করেছেন।  এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে-
১) প্রথম ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ছালাফে সালিহীনের মানহাজ সম্পর্কে জানা ও তা অনুসরণ করা আমাদের জন্য অতি প্রয়োজনীয় কেন?
৩) ছালাফে সালিহীনের মানহাজ অনুসরণ করার পথে আপতিত বাঁধা-বিপত্তিতে ধৈর্যধারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
৪) ছালাফে সালিহীনের মানহাজ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ-প্রচার।
৫) ছালাফীদেরকে (ছালাফে সালিহীনের অনুসারীদের) যারা মুতাশাদ্দিদূন (কট্ররপন্থী), তাকফিরিয়্যূন (কাফির আখ্যায়িতকারী) এবং আরো বিভিন্ন বাজে নামে বা বিশেষণে আখ্যায়িত করে থাকে, তারা হলো সুস্পষ্ট মিথ্যাচারী।
৬) ছালাফে সালিহীনের মানহাজ সম্পর্কে জ্ঞানার্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা (১ম পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله তাঁর এই ভাষণে ছালাফে সালিহীনের অনুসৃত নীতি-পন্থার যথার্থতা এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তার বিষয়টি ক্বোরআন ও ছুন্নাহ্‌র দালীল-প্রমাণ দিয়ে সন্দেহাতীত ভাবে প্রমাণিত করেছেন।  এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করা হয়েছে-
১) ছালাফে সালিহীন رضي الله عنهم কারা?
২) ছালাফুস্‌ সালিহ্‌ বলতে প্রথমতঃ তাদেরকেই বুঝায় যারা রাছূলুল্লাহ্‌ رضي الله عنهم এর সঙ্গী ছিলেন। অর্থাৎ সকল মুহাজির ও আনসার সাহাবায়ে কিরাম رضي الله عنهم, যাদের কথা ক্বোরআনে কারীমে আল্লাহ عز وجل ছূরা আত্‌ তাওবাহ্‌র ১০০নং আয়াতে উল্লেখ করেছেন। উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিভিন্ন মুফাছ্‌ছিরীনে কিরাম رحمهم الله প্রদত্ত উক্ত আয়াতের ব্যাখ্যা বিবৃত করেছেন।
৩) সর্বোত্তম প্রথম তিন যুগ সম্পর্কে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা।
৪) “মানহাজ” বলতে কি বুঝায়?
৫) “মানহাজ” শব্দের অর্থ।
৬) ছালাফে সালিহীনের মানহাজ বলতে ‘আক্বীদাহ, মু‘আমালাত, আখলাক্ব এবং জীবনের সর্বক্ষেত্রে ছালাফে সালিহীন কর্তৃক অনুসৃত পথকে বুঝায়।

‘ইবাদাতের অর্থ ও তাৎপর্য

ইবাদাত শব্দের আভিধানিক অর্থ হলো:- চূড়ান্ত বিনয়, আনুগত্য ও বশ্যতা।
শারী‘য়াতের পরিভাষায়- প্রকাশ্য কিংবা গোপনীয় যেসব কথা ও কাজ আল্লাহ سبحانه وتعالى ভালোবাসেন ও পছন্দ করেন, সে সবের একটি সামষ্টিক নাম হলো- ‘ইবাদাত।
শারী‘য়াতের পরিভাষায় আল্লাহ্‌র ‘ইবাদাত বলতে কি বুঝায়? 

পবিত্রতা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

ইছলামী শারী‘য়াতে “পবিত্রতা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা” সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আসে সালাত প্রসঙ্গ। দ্বীনে ইছলামের দ্বিতীয় ভিত্তি হলো সালাত। শাহাদাতাইনের পরেই হলো সালাতের স্থান। মুছলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য বিধানকারী বিষয় হলো সালাত। এটি ইছলামের অন্যতম একটি ভিত্তি। ক্বিয়ামাতের দিন (প্রত্যেক ঈমানদারের নিকট হতে) সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেয়া হবে সেটি হলো- সালাত। যদি বান্দাহ্‌র সালাত সঠিক ও গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তার অন্যান্য

Subscribe to our mailing list

* indicates required
Close