• Live class

    Topic: Lum’atul I’tiqad of Imam Ibn Qudamah (Class # 80)
    Speaker: Shaykh Mohammad Hammad Billaah حفظه الله
    (Shaykh Mohammad Hammad Billaah is a Renowned Salafi Da'ee & an Islaamic Scholar of Bangladesh)
    Date: Sunday, January 15, 2023
    Time: 10:30 AM (New York), 9:30 PM (Bangladesh), 9:00 PM (India) & 3:30 PM (UK), إن شاء الله 
    Listen LIVE:
    Click Here

    2

ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৩১তম পর্ব)

এটি মুহ্‌তারাম আশ্‌শাইখ সালিহ্‌ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্‌ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর।
বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ حفظه الله। এই পর্বে ইছলামী ‘আক্বীদাহ্‌র অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হয়েছে। আর সেটি হলো- “ক্বিয়ামাতের দিন ঈমানদারগণ তাদের মহান পালনকর্তা আল্লাহ্‌কে (سبحانه وتعالى) স্বচক্ষে (বাহ্যিক/দৈহিক চোঁখে) দেখবেন। তিনি তাদের থেকে হিসাব গ্রহণ করবেন অথচ তাঁর ও বান্দাহদের মধ্যে তখন কোন পর্দা বা আবরণ কিংবা কোন অনুবাদকারী মধ্যস্থ থাকবে না”।
অডিওটিতে নিম্নোক্ত বিষয়াদী অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করা হয়েছে:-
১) হাশ্‌রের দিন আল্লাহকে (عز وجل) দেখার বিষয়টি ক্বোরআন-ছুন্নাহ দ্বারা অকাট্যরূপে প্রমাণিত। এতদসত্ত্বেও মুছলমান নামধারী পথভ্রষ্ট কতক দল ইছলামী ‘আক্বীদাহ্‌র এই বিষয়টিকে অস্বীকার করে থাকে।
২) “ক্বিয়ামাতের দিন ঈমানদারগণ তাদের মহান পালনকর্তা আল্লাহ্‌কে (جل وعلا) স্বচক্ষে (বাহ্যিক/দৈহিক চোঁখে) দেখবেন”

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৮তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে হিজাব বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
২) এটা জানা আব্যশক যে, একজন নারীর এমন কতক মাহ্‌রাম রয়েছেন, যাদের সামনে তাকে পর্দা পালন করতে হয় এবং এমন কতক মাহ্‌রাম রয়েছেন, যাদের সামনে সেভাবে পর্দা পালন তার জন্য আবশ্যক নয়।
৪) ১২ প্রকার মাহ্‌রাম রয়েছেন যাদের সামনে একজন নারীকে পর্দা পালন করতে হয় না। এর প্রমাণ হলো ছূরা নূরের ৩১নং আয়াত। উছতায বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এছাড়া অন্য যেসব মাহ্‌রাম রয়েছেন তাদের সামনে একজন নারীর পর্দা পালন করা আবশ্যক।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৭তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিশেষভাবে এখানে মাহ্‌রাম ও হিজাব বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) মাহ্‌রামের সংজ্ঞা। একজন নারী বা একজন পুরুষের জন্য কারা মাহ্‌রাম?
২) ছূরা আন্‌ নিছা এর ২৩নং আয়াতের ব্যাখ্যা:-
ক্বোরআনে কারীমে আল্লাহ سبحانه وتعالى ইরশাদ করেছেন:-

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا. (سورة النساء-٢٣)

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৬তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার এবং শিকায়াত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) উছতায শিকায়াত বা অভিযোগের সংজ্ঞা উদাহরণসহ তুলে ধরেছেন।
২) অভিযোগ করা কখন প্রশংসনীয় আর কখন নিন্দনীয়।
৩) আল্লাহ্‌র (سبحانه وتعالى) নিকট শিকায়াত করা জায়িয, তবে এর সঠিক পদ্ধতি কী? উছতায বেশক’টি উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করেছেন।
৪) একে অপরের বিষয়ে কিভাবে অভিযোগ করবে? অভিযোগের নামে নারী-পুরুষ একে অপরকে কিভাবে দোষারোপ করে থাকে?

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৫তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার এবং অভিসম্পাত করার বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) অভিসম্পাতের সংজ্ঞা। উছতায এখানে অভিসম্পাতের বিভিন্ন উদাহরণ পেশ করেছেন।
২) মা-বাবা কিংবা কোন মুছলমানকে গালি বা অভিশাপ দেয়া গুনাহে কাবীরাহ। রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:-

لَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ. (رواه البخاري)

অর্থ- কোন মূমিন ব্যক্তিকে অভিসম্পাত করা তাকে হত্যা করার ন্যায় (জঘন্য কাজ)। (সাহীহ্‌ বুখারী)

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৪তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার এবং মুজাদালাহ্‌র বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) উছতায মুজাদালাহ্‌র সংজ্ঞা বর্ণনা ও ব্যাখ্যা করেছেন।
২) আল্লাহ سبحانه وتعالى আমাদেরকে মুজাদালাহ্‌র নির্দেশ দিয়েছেন, কিন্তু এই মুজাদালাহ কিভাবে করার নির্দেশ দিয়েছেন?
৩) আল্লাহ عز وجل কতক বিতর্কের প্রশংসা করেছেন আবার কতক বিতর্কের নিন্দা করেছেন। যে ধরনের বিতর্ক প্রশংসনীয় তার বিশ্লেষণ করার সাথে সাথে উছতায ক্বোরআন-ছুন্নাহ

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১৩তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার, কৃত্রিম আওয়াজে কিংবা নানা ঢঙে ইনিয়ে-বিনিয়ে কথা বলার বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) উছতায তাক্বা‘উর (কৃত্রিম আওয়াজে গলা বা মুখ ফুলিয়ে কথা বলা) ও তাশাদ্দুক্ব (নানা ঢঙে ইনিয়ে-বিনিয়ে কথা বলা) এর সংজ্ঞা বর্ণনা করেছেন।
২) যারা কথা বলতে তাক্বা‘উর ও তাশাদ্দুক্ব করে তাদের শাস্তি কি ও কেমন হবে?
৩) নারী ও পুরুষের কথাবার্তায় তাক্বা‘উর ও তাশাদ্দুক্ব এর নমুনা।

Subscribe to our mailing list

* indicates required
Close