আল্লাহ্‌র দাসত্ব

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত একটি বক্তৃতা। এটি মূলত ‘উবূদিয়্যাহ বা আল্লাহ্‌র দাসত্বের অর্থ ও তাৎপর্য সম্পর্কে লিখা ইমাম ইবনু তাইমিয়াহ o এবং আশ্‌শাইখ সালিহ্‌ আল ফাওযান c এর লিখা পুস্তিকার বাংলা ভাষান্তর। এতে ইছলামে ‘ইবাদাতের অর্থ, তাৎপর্য এবং আল্লাহ্‌র (0) প্রকৃত বান্দাহ বা দাস হওয়ার মধ্যেই যে নিহিত রয়েছে ইহ-পরকালের মর্যাদা ও সম্মান, এসব বিষয় আলোচনা করা হয়েছে। “আল্লাহ্‌র (7) বান্দাহ” এটি হলো অত্যন্ত মহান ও সম্মানজনক একটি উপাধি বা খেতাব। তাই তো আল্লাহ 8 তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর্‌ রাছূলুল্লাহ 1-কে এই উপাধিতে ভূষিত করেছেন। কেউ যখন আল্লাহ রাব্বুল ‘আলামীনের পরিবর্তে কোন সৃষ্টির গোলামে পরিণত হতে চায় কিংবা আল্লাহ্‌র (b) প্রতি ভালোবাসার পরিবর্তে কোন বস্তুর ভালোবাসায় নিজের অন্তরকে জড়িয়ে ফেলে, তখন সেই ব্যক্তি নানারকম ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে যায় কিংবা বিভিন্ন ফিতনায় নিপতিত হয়ে যায়। এসব ভয়ঙ্কর ফাঁদ ও ফিতনাহ্‌র কথা ইবনু তাইমিয়াহ o তাঁর এই লিখনীতে তুলে ধরেছেন। প্রত্যেক মুছলমানের উপর ওয়াজিব, অন্তরে কেবল আল্লাহ্‌র (7) প্রতি খাঁটি ভালোবাসা পোষণ করে শুধুমাত্র তাঁরই ‘ইবাদাত করা এবং তাঁর খাঁটি বান্দাহ হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করা।

Subscribe to our mailing list

* indicates required
Close