এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o রচিত সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিও রূপে এটি ভাষান্তর করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (p) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব – বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। ভাষান্তরিত বক্তব্যে শাইখ হাম্মাদ বিল্লাহ c নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) ছুন্নাহ্র প্রতি উৎসাহিত করা এবং বিদ‘আত থেকে সতর্ক করা।
২) ইমাম আওযা‘য়ী (o) এর এই অমূল্য কথাটি:-“ছালাফে সালিহীনের পদাঙ্ক অনুসরণ করো যদিও মানুষ তোমাকে অগ্রাহ্য বা প্রত্যাখ্যান করে। আর সাবধান থেকো কোন ব্যক্তি-বর্গের অভিমত অনুসরণ থেকে।
৩) ইমাম আওযা‘য়ী (o) এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
(ক) কোথায় তাঁর জন্ম।
(খ) কিভাবে তিনি জ্ঞান অর্জন করেছেন।
(গ) ইমাম আওযা‘য়ী (o) এর বৈশিষ্ট।
(ঘ) ইমাম আওযা‘য়ী (o) সম্পর্কে অন্যান্য ‘উলামায়ে কিরামের মন্তব্য।
(ঙ) মুছলিম খালীফা্হ্র প্রতি তাঁর সুপরামর্শ।
৪) খালীফাহ হওয়ার অন্যতম শর্ত।
৫) খালীফাহ্ বা আমীর হওয়ার মিথ্যা দাবী
৬) আহলুল বিদ‘আতের কতক বৈশিষ্ট বা গুণাবলী।
৭) মোহাম্মাদ আল আদরামী-র (o) মূল্যবান কথা।
৮) ছালাফে সালিহীনের (g) পারস্পরিক আচার-ব্যবহার
৯) শ্রদ্ধা ও ভালোবাসার এক অসাধারণ উদাহরণ- ইমাম মালিক ইবনু আনাছ, ইমাম আওযা‘য়ী ও ইমাম ছুফইয়ান আছ্ ছাওরী (p) এর মধ্যকার ঘটনা।
১০) ৬ ঘণ্টার মধ্যে আটত্রিশ হাজার লোককে হত্যাকারী প্রখ্যাত যালিম শাসক ‘আব্দুল্লাহ ইবনু ‘আলী-র সামনে ইমাম আওযা‘য়ী-র (o) ন্যায় ও সত্যের সাহসী উচ্চারণ।