এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c বিশেষ করে দাজ্জাল সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদি আলোচনা করেছেন:-
১) “দাজ্জাল” শব্দের অর্থ কী এবং দাজ্জাল বলতে কি বুঝায়?
২) দাজ্জাল অবশ্যই আত্মপ্রকাশ করবে এবং এ বিষয়টি ছুন্নাহ দ্বারা প্রমাণিত।
৩) দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে এবং তার অনুসারী কারা হবে?
৪) পবিত্র মাক্কাহ ও মাদীনাহ মুনাওয়ারাহ্তে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আত্মপ্রকাশের পর সে মোট ৪০ দিন পৃথিবীর বুকে অবস্থান করবে।
৫) দাজ্জালের দৈহিক বিবরণ; সে দেখতে কেমন হবে?
৬) দাজ্জালের শক্তি-সামর্থ্য কেমন হবে?
৭) যে সব ব্যক্তি বা দল দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টি অস্বীকার করে, তারা কারা?
৮) দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে উল্লেখযোগ্য যেসব ঘটনা ঘটবে।
৯) বর্তমান যুগে বা সময়ে মানুষের মাঝে দাজ্জালী ফিতনা কি পরিলক্ষিত হয়?
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) السلام عليكم ورحمة الله।
আল্লাহ উছতাযকে উত্তম প্রতিদান দান করুন। উছতায এর কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবি শ্রেণীর লোক আছে, যারা দাজ্জালের আবির্ভাবকে তাদের যুক্তির উপর ভিত্তি করে অস্বীকার করে থাকে, তাদের এই কাজ কি নাওয়াক্বিদ্বুল ইছলাম এর অন্তর্ভুক্ত হবে? তাদের ক্ষেত্রে কি অজ্ঞতার অজুহাত প্রযোজ্য হবে? আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।