এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (p) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c আল্লাহ্র কালাম বা কথা বলা সম্পর্কে আলোচনা করেছেন।
১) আল্লাহ্র (0) গুণাবলীর মধ্য হতে একটি হচ্ছে- তিনি কথোপকথনকারী। তাঁর কথা বলার এ গুণটি অনাদি। তিনি যাকে চান তাকে তাঁর কথা শুনান। মূছা 5 কোন মাধ্যম ছাড়া তাঁর কথা শুনেছেন। এমনিভাবে জিবরাঈল 5 এবং আরো অন্যান্য মালাইকাহ ও রাছূলগণের মধ্য হতে যাদেরকে তিনি শুনাতে চেয়েছেন তারা তাঁর কথা শুনেছেন। উপরোক্ত কথার প্রমাণস্বরূপ ছূরা আল বাক্বারাহ-র ২৫৩ নং আয়াত, ছূরা আন্নিছা-র ১৬৪ নং আয়াত, ছূরা আল আ‘রাফের ১৪৪ নং আয়াত, ছূরা আশ্শুরা-র ৫১ নং আয়াত এবং ছূরা ত্বা-হা এর ১১-১২ ও ১৪ নং আয়াত উল্লেখ করেছেন।
২) ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী উপরোক্ত বিষয়ে হাদীছ থেকে নিম্নোক্ত প্রমাণগুলো পেশ করেছেন:-
(ক) ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ 3 বলেছেন- আল্লাহ যখন ওহীর মাধ্যমে কথা বলেন তখন তার আওয়াজ আকাশবাসীরা শুনতে পায়। একথাটি রাছূলুল্লাহ 1 থেকেও বর্ণিত রয়েছে।
(খ) ‘আব্দুল্লাহ ইবনু উনাইছ 3 থেকে বর্ণিত, রাছূলুল্লাহ 1 বলেছেন:- ক্বিয়ামাতের দিন আল্লাহ 7 সকল বান্দাহদেরকে সমবেত করবেন উলঙ্গ অবস্থায় খালি পায়ে, অতঃপর এমন আওয়াজে তাদেরকে ডাকবেন যা নিকটবর্তীরা যেরূপ শুনতে পাবে দূরবর্তীরাও তদ্রুপ শুনতে পাবে। তিনি তাদেরকে ডেকে বলবেন- আমি হচ্ছি রাজাধিরাজ এবং আমি হলাম প্রতিফল বা প্রতিদান প্রদানকারী।
(গ) ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী উপরোক্ত বিষয়ে সাহাবায়ে কিরামের (4) আছার থেকে নিম্নোক্ত প্রমাণগুলো পেশ করেছেন:- এক আছারে বর্ণিত রয়েছে যে, মূছা 5 যে রাতে আগুন দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন তখন তাঁর রাব্ (আল্লাহ 0) তাকে ডেকে বলেন- হে মূছা! তখন তিনি আওয়াজ শুনে আশ্বস্ত হতে এই বলে দ্রুত উত্তর দেন- “আমি হাযির, আমি হাযির, আমি আপনার আওয়াজ শুনছি কিন্তু আপনার অবস্থান দেখতে পাচ্ছি না, আপনি কোথায়”? আল্লাহ 0 বলেন- “আমি তোমার উপরে, আমি তোমার সামনে, আমি তোমার ডানে, আমি তোমার বামে”। তখন মূছা বুঝতে পারেন যে, এটি কেবল আল্লাহ্রই গুণ হতে পারে। তাই তিনি বললেন- আপনি তো এরূপই, হে আমার মা‘বূদ। আমি কি আপনার কথা শুনছি, না আপনার রাছূলের কথা? আল্লাহ বলেন- মূছা তুমি বরং আমার কথাই শুনতে পাচ্ছ।
৩) কালাম হলো আল্লাহ্র (7) জন্য সুপ্রতিষ্ঠিত একটি গুণ, এ বিষয়ে ছালাফগণের (o) ঐকমত্য রয়েছে। তাই ক্বোরআন, ছুন্নাহ, আছার ও ইজমা‘য়ে উম্মাতের দ্বারা প্রমাণিত এ গুণটিকে কোনরূপ পরিবর্তন, আকার বা সাদৃশ্য নির্ধারণ কিংবা এর বাহ্যিক অর্থকে অস্বীকার বা এর কোনরূপ বিকৃতি সাধন ছাড়া একে আল্লাহ্র অন্যতম একটি গুণ বলে মেনে নেয়া প্রত্যেক মুছলমানের জন্য ওয়াজিব।