এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o রচিত সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিও রূপে এটি ভাষান্তর করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (p) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব – বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c নিম্নোক্ত বিষয়াদী আলোচনা করেছেন:-
১) আল্লাহ্র হাত বিষয়ে আলোচনা।
২) যে মূহুর্তে বাংলাদেশ সহ সারা বিশ্ব পার্থিব অসংখ্য মারাত্মক সমস্যার সম্মুখীন, সেই সংকটময় মূহুর্তে আমরা কেন আল্লাহ্র গুণাবলী বিষয়ক আলোচনায় লিপ্ত? শাইখ হাম্মাদ বিল্লাহ c এর নিগূঢ় তাৎপর্য আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, আল্লাহ্কে (7) সঠিকভাবে না জানা ও না চেনা-ই হচ্ছে এসব সমস্যার মূল কারণ।
৩) সংকট থেকে উত্তরণের উপায় কি?
৪) “আল্লাহ্র (8) হাত আছে” এ বিষয়টি ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের ইজমা‘ দ্বারা প্রমাণিত।
৫) যারা দাবি করে যে, “আল্লাহ্র হাত” বলতে “আল্লাহ্র ক্বোদরাহ” (শক্তি) বা নি‘মাহ (দান-অনুগ্রহ) বুঝানো হয়েছে, তাদের দাবির প্রত্যাখ্যান ও যথাযথ খন্ডন।
৬) “আল্লাহ্র হাত” বলতে ইবলীছ (আল্লাহ্র লা‘নাত তার প্রতি) কি বুঝেছে?
৭) আল্লাহ্র হাত একটি, দু’টি নাকি আরো বেশি? এর সঠিক ব্যাখ্যা-বিশ্লেষণ।