এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c। এ পর্বে উছতায নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) দ্বীনে ইছলামের ভিত্তি হলো ক্বোরআন ও ছুন্নাহ। মানুষের চাহিদা, প্রবৃত্তি, রায় বা অভিমত, সামাজিক প্রথা কিংবা মানুষের ভালো মনে করার উপর দ্বীন নির্ভরশীল নয়।
২) সকল নাবীগণের (m) দ্বীন এবং দা‘ওয়াত এক ও অভিন্ন।
৩) দ্বীন বা ‘ইবাদাত মনে করে অনুশীলন করা হয় এমন কতিপয় বিদ‘আত। “বিদ‘আতে হাছানাহ” তত্ত্ব ।