এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান (c) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (o) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c)। অদ্যকার আলোচনায় উছতায ক্বাবরের ‘আযাব এবং মুনকার ও নাকীর ফিরিশতাদ্বয়ের প্রতি বিশ্বাস পোষণ বিষয়ে মূল্যবান আলোচনা করেছেন। এছাড়াও তাতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) ক্বাব্রের ‘আযাব এবং ক্বাব্রের ফিতনাহ এ দু’য়ের মধ্যে পার্থক্য কী?
২) ক্বাব্রের ফিতনাহ কখন শুরু হবে-এ বিষয়ে শাইখ সালিহ্ আল ‘উছাইমীন o যা বলেছেন, উছতায এখানে তা আলোচনা করেছেন।
৩) দাফন কার্য বিলম্বিত হলে কিংবা মৃত ব্যক্তিকে হিমায়িতভাবে (বরফের মাধ্যমে) সংরক্ষণ করা হলে, এরূপ ব্যক্তিকে কিভাবে এবং কখন প্রশ্ন করা হবে?
৪) প্রতিটি মানুষকে ক্বাবরে (মৃত্যুর পরে) কি প্রশ্ন করা হবে, উছতায সে বিষয়ে আলোচনা করেছেন।
৫) যে ব্যক্তিকে কোন জন্তু খেয়ে ফেলেছে কিংবা যে আগুনে পুড়ে ভষ্ম হয়ে গেছে বা পানিতে ডুবে গেছে বা ভেসে গেছে, এমন মৃত ব্যক্তিকে কিভাবে এবং কখন প্রশ্ন করা হবে। এতদ্বিষয়ে শাইখ সালিহ আল ‘উছাইমীন o সহ অন্যান্য ‘উলামায়ে কিরামের (g) পর্যালোচনা।
৬) একনিষ্ঠ ধার্মিক অনেক মূমিন ব্যক্তিকে মৃত্যুর সময় কষ্ট পেতে দেখা যায়, বিষয়টিকে আমরা কিভাবে দেখব?
৭) ক্বাব্রের ‘আযাব চলাকালীন মৃত ব্যক্তির আর্তনাদ বা চিrকার কারা শুনতে পাবে, এ বিষয়ে ইমাম ইবনু তাইমিয়াহ সহ অন্যান্য ‘উলামায়ে কিরামের (g) বক্তব্য।
৮) মৃত ব্যক্তিকে দাফন করার (ক্বাবর দেয়ার) অন্তর্নিহিত প্রজ্ঞা।
৯) ক্বাব্রে প্রদত্ত শাস্তি কিংবা সুখ মৃত ব্যক্তির শরীর অনুভব করবে, না-সেটা তার আত্মা অনুভব করবে?
১০) ক্বাব্রে প্রদত্ত শাস্তি কিংবা সুখ কি ক্বিয়ামাত দিবস (শেষ বিচারের দিন) পর্যন্ত অব্যাহত থাকবে?
১১) মাঝে মধ্যে কোন কোন অবিশ্বাসীদের মৃত দেহ ক্বাব্রে অক্ষত (অগলিত) অবস্থায় দেখা যায়, বিষয়টির ব্যাখ্যা কি?
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) অনেকে বলে যে, ক্বাব্রে তিনটা প্রশ্ন নয় বরং চারটা করা হবে, এটা কি সঠিক?
খ) ব্যক্তির দেহ আগুনে পুড়ে যাওয়ার পর ছাই হয়ে গেলে কিংবা বোমা বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেলে কোথায় প্রশ্ন করা হবে, বিশেষতঃ দেহের বিভিন্ন অংশ যদি একসাথে না থাকে?
গ) السلام عليكم ورحمة الله وبركاته ।
উছতায! আল্লাহ 0 আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
আমার প্রশ্ন হলো- যে ব্যক্তি ক্বাব্রের শাস্তি বিষয়ে বিশ্বাস রাখে না, সে কি মুছলিম বলে সাব্যস্ত হবে?
আল্লাহ 7 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
ঘ) মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার অর্থ কি? আর স্বপ্নে যদি কোন মৃত ব্যক্তিকে মন্দ কিছু করতে দেখা যায়, তাহলে তার অর্থ কি?
ঙ) السلام عليكم ।
উছতায! কিভাবে জ্ঞান অর্জন করলে ফিতনা থেকে বাঁচা যায়? দ্বীন ও দুন্ইয়ার বিষয়ে আমি ধৈর্য্য ধারণ করতে ব্যর্থ হই, বারবার পাপ কাজে জড়িয়ে পড়ছি। আপনি আমাকে উত্তম উপদেশ দিন, যা হবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার পরিবার ছুন্নাহ ও বিশুদ্ধ ইছলাম পালন করতে আমাকে বাঁধা দিচ্ছে, এখন আমার করণীয় কি? আমি তাদেরকে বুঝাতে আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমাকে বাড়ি থেকে বের করে দেবে এ ভয়ে বেশি করতে পারছি না। আল্লাহ আপনাকে উত্তম জ্ঞান দান করুন।
চ) السلام عليكم ورحمة الله وبركاته ।
ক্বাব্রে মু’মিনদের মধ্যে কত শ্রেণীর লোক থাকবে? অনেকে বলে থাকেন 8 শ্রেণীর মু’মিন থাকবে (যেমন- শহীদ এক শ্রেণীর) এবং প্রত্যেক শ্রেণীর মু’মিনদের ঈমান ও ‘আমালের উপর ভিত্তি করে আরাম-আয়েশে ভিন্নতা থাকবে। এ বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ থেকে কোন দলীল পাওয়া যায় কি?
ছ) السلام عليكم ।
উছতায! মুছলমান অনেকে মৃত্যু পরবর্তী নিজের চোখ, কিডনি ইত্যাদী শরীরের বিভিন্ন অংশ কোন প্রতিষ্ঠানে দান করে দেয়ার কথা লিখে যায় বা ঘোষণা দিয়ে যায়, এ বিষয়ে শারী‘য়াতের বিধান কি?
জ) السلام عليكم ।
উছতায! আমি আবীর ঢাকা থেকে। আমরা এই হাদীছটি জানি যে,
আবূ হুরাইরাহ্ (3) হতে বর্ণিত, তিনি বলেন- আমার বন্ধু (2) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সাওম পালন করা এবং দু’ রাক‘আত সালাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে ওয়িতর (বিতর) সালাত আদায় করা। কিন্তু রাছূলুল্লাহ্র (1) ‘আমাল থেকে আমরা জানি যে, তিনি রাতের প্রথম দু’ভাগ ঘুমাতেন এবং শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং তারপর ওয়িতর (বিতর) পড়তেন। বিষয়টি একটু ব্যাখ্যা করলে খুবই উপকৃত হবো।