এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আল ফাওযান (c) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম-ইমাম আল বারবাহারী (o) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c)।
এই পর্বে ইছলামী ‘আক্বীদাহ্র অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় “ক্বিয়ামাতের মু’মিনদের আল্লাহ্কে (0) স্বচক্ষে দেখা-”সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) শাইখ সালিহ আল ফাওযান c কর্তৃক ক্বিয়ামাতের দিন মু’মিনগণ আল্লাহ্কে (0) স্বচক্ষে দেখবেন” সম্পর্কিত ইমাম বারবাহারী o প্রদত্ত বক্তব্যের ব্যাখ্যা।
২) শাইখ ফাওযান cতাঁর ব্যাখ্যায় ক্বোরআনে কারীমে বর্ণিত আল্লাহ্কে (7) দেখা সম্পর্কিত বেশক’টি আয়াত উল্লেখ পূর্বক আলোচনা করেছেন।
৩) ক্বিয়ামাতের দিন কারা আল্লাহ্কে দেখতে পাবে? এতদ্বিষয়ে ‘উলামায়ে কিরামের অভিমত কি?
৪) একজন ঈমানদার আল্লাহ্কে (8) কতবার দেখবে, কোথায় দেখবে এবং কিভাবে দেখবে?
৫) লাইলাতুল ইছরা ও লাইলাতুল মি‘রাজ বলতে বলতে কি বুঝায়? উছতায c এখানে ইছরা ও মি‘রাজ শব্দ দু’টি ব্যাখ্যা করেছেন।
৬) লাইলাতুল ইছরা ওয়াল মি‘রাজে রাছূলুল্লাহ 1 কি আল্লাহ্কে (0) দেখেছেন?
৭) রাছূলুল্লাহ 1 কি স্বপ্নে আল্লাহ্কে (8) দেখেছেন?
৮) তথাকথিত সূফিবাদী যারা দাবী করে যে, রাছূলুল্লাহ 1 গাইব তথা গাইবী বিষয়াদী জানেন, তাদের দাবী প্রত্যাখ্যান।
৯) স্বপ্নযোগে আল্লাহ্কে দেখা কি সম্ভব ? উছতায হাম্মাদ বিল্লাহ c বিষয়টি চমrকারভাবে ব্যাখ্যা করেছেন।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:
১) আল্লাহকে (7) দেখার মতো, আমরা কি এটাও চিন্তা করতে পারি যে আমরা আখিরাতে আল্লাহকে ঠিকমতো শুনতে এবং তাঁর সাথে কথাও বলতে পারবো ? দুনিয়াতে যেটা আমাদের কাছে “গায়েব” বা যেসব বিষয়ে “ইখতিলাফ রয়েছে সেসব বিষয়ে কি আমরা আখিরাতে আল্লাহ্র সাথে কথা বলে জেনে নিতে পারবো”?
২) আবূদ্ দারদা 1 থেকে বর্ণিত রাছূলুল্লাহ 3 এর একটি হাদীছ উছতায উল্লেখ করেছেন, অনুগ্রহপূর্বক উছতায যদি হাদীছটি যদি পূণরায় উল্লেখ করতেন! جزاك الله خيرا.