এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) “আল্লাহ্র (0) বাণী” (আল্লাহ কথা বলেন) বিষয়ে ধারাবাহিক আলোচনা।
২) উছতায হাম্মাদ বিল্লাহ (c) আশ‘আরী সম্প্রদায়ের গুমরাহী সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছেন।
৩) আল্লাহ্র 7 কালাম সম্পর্কে হানাফীদের সত্য থেকে বিচ্যুতি।
৪) “ক্বোরআন আল্লাহ্র বাণী” এই দাবির উপর ইমাম আহ্মাদ ইবনু হাম্বাল o এর অনড় ও অবিচল অবস্থান গ্রহণ। শাইখ ‘আব্দুল ‘আযীয ইবনু ইয়াহ্ইয়া ইবনি মুছলিম আল মাক্কীর (o) সাথে খালীফাহ ওয়াছীক্ব এর বিতর্ক এবং খালীফাহ্র ‘আক্বীদাহ সংশোধন।
৫) আল্লাহ্র (0) নাম ও গুণাবলী সৃষ্ট নয়।
৬) বহুল প্রচলিত একটি বিদ‘আত হলো শবে বরাত, যা উদযাপনের পক্ষে সাহীহ্ কোন হাদীছ নেই।
৭) জাহরী সালাতে সশব্দে আ-মীন বলাকে অস্বীকারকারীদের দাবি যথার্থভাবে প্রতিহত ও খন্ডন।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:
ক) السلام عليكم ورحمة الله وبركاته। আল্লাহ উছতাযকে উত্তম প্রতিদান প্রদান করুন। আমার প্রশ্ন হলো- যেসব লোক নিজেদেরকে আহলুল হাদীছ বলে দাবি করে অথচ ইছলামী ‘আক্বীদাহ্র বিষয়টিকে তেমন কোন গুরুত্ব দেয় না, যেমন- আল্লাহ্র কালাম সৃষ্ট কি-না, ইত্যাদি বিষয়গুলো যাদের কাছে তেমন কোন গুরুত্ব পায় না, সেসব ব্যক্তির বিষয়ে আমাদের অবস্থান কেমন হওয়া উচিত?
আল্লাহ 8 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
খ) السلام عليكم।
উছতায! আমাদের এলাকার এক লোক মানুষকে বিভ্রান্ত করছে এই বলে যে, সাহাবারা মাঝে মাঝে আল্লাহর সিফাতগুলোর তাওয়ীল (বাহ্যিক অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ) করতেন, যেমন- হাত, চেহারা এগুলো কে মাঝে মাঝে তাওয়ীল করতেন এবং এটাও বলে যে, ‘আব্বাছ 3 তাওয়ীল করেছেন।