এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) ক্বোরআন ও ছুন্নাহ-তে বর্ণিত আল্লাহ্র সুমহান নাম ও গুণাবলিকে ছালাফে সালিহীন p যেভাবে বুঝেছেন এবং এগুলোর যে অর্থ তারা গ্রহণ করেছেন আমাদের উপর আবশ্যক হলো- এগুলোকে ঠিক সেভাবেই বুঝা এবং সে অর্থই গ্রহণ করা।
২) যারা ছুন্নাহ্কে বাদ দিয়ে কেবল ক্বোরআন থেকে দ্বীন গ্রহণ করতে চায়, তারা অবশ্যই পথভ্রষ্ট।
৩) আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আহ আল্লাহ্র সুমহান নাম ও গুণাবলিকে কিভাবে বুঝে বা গ্রহণ করে থাকেন?
৪) উছতায হাম্মাদ বিল্লাহ c, সুমহান নাম ও গুণাবলিতে আল্লাহ্র এককত্ব বিষয়ে জাহমিয়াহ, আশ‘আরী, মু‘তাযিলাহ প্রভৃতি দলের ভ্রষ্টতা এবং ছালাফগণ কর্তৃক তাদের বিরোধিতার বিষয়টি তুলে ধরেছেন।
আল্লাহ্র সুমহান নাম ও গুণাবলীকে সঠিকভাবে জানা ও বুঝা হলো তাওহীদের গুরুত্বপূর্ণ একটি অংশ।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:
ক) আহলুল বিদ‘আহ্কে রদ করতে গিয়ে কেউ যদি ছালাফুস্ সালিহ্দের কথা ব্যতীত এবং ‘উলামাদের দিক-নির্দেশনা ব্যতীত শুধু ক্বোরআন এবং হাদিছ থেকে প্রচার করে, তাহলে তার সম্পর্কে আমাদের অবস্থান কি হবে?
খ) আমরা জেনেছি যে, আহলুত্ তাজহীল তাদের দাবির সপক্ষে ছূরা আ-লে ‘ইমরানের ৭নং আয়াতের (وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ) এই অংশটুকুকে দালিল পেশ করে থাকে। প্রশ্ন হলো- আহলুত্ তাখয়ীল এবং আহলুত্ তা’ওয়ীল আল্লাহ্র (0) যাত, আছমা এবং সিফাত সম্পর্কে তাদের দাবির সপক্ষে কী দালিল পেশ করে থাকে?
গ) আশ‘আরীরা যে ৭টি গুণ স্বীকার করে সেগুলোর নাম আরেকবার জানতে চাই।
ঘ) অধিকাংশ متأخرين দের পরিভাষায় تأويل (তা’ওয়ীল)- হলো-
صرف اللفظ عن الاحتمال الراجح إلى الاحتمال المرجوح لدليل يقترن بذالك
এটা আরেকটু বুঝিয়ে দিলে উপকৃত হব।