এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এতে ইছলামের মৌলিক বিষয়াদী, সঠিক ইছলামী ‘আক্বীদাহ ও মানহাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উছতায c নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) শাইখ ফাওযান c বিদ‘আত সম্পর্কিত উল্লেখিত হাদীছের ব্যাখ্যায় পরিশেষে তিনি বলেছেন যে, উল্লেখিত হাদীছে বিদ‘আত বলতে দ্বীনের মধ্যে নব-আবিষ্কৃত বিষয়াদীকে বুঝানো হয়েছে, জাগতিক বিষয়ে নব-আবিষ্কৃত বিষয়বস্তুকে বুঝানো হয়নি।
৩) যারা বিদ‘আতকে বিদ‘আতে হাছানাহ ও বিদ‘আতে ছায়্যিআহ এই দু-ভাগে বিভক্ত করে- তাদের দাবি প্রত্যাখ্যান ও খন্ডন।
৪) দ্বীনী বিষয়ে প্রতিটি বিদ‘আতই যে ভ্রষ্টতা, এ বিষয়টি উছতায হাম্মাদ অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে ব্যাখ্যা করেছেন। সাথে সাথে তিনি- যারা বিদ‘আতকে পাঁচ প্রকার বলে দাবি করেন তাদের দাবির বিষয়টিও সুস্পষ্টভাবে পর্যালোচনা করেন।
৫) দ্বীনী বিষয়ে বিদ‘আত এবং তা পাঁচভাগে বিভক্ত হওয়া সম্পর্কে শাইখ আমীন শানক্বীত্বীর (o) বক্তব্য।
৬) বিদ‘আতে হাছানাহ।
৭) দ্বীনী বিষয়ে বিদ‘আত এবং এর পাঁচটি প্রকার সম্পর্কে শাইখ ইবনু বায o এর বিশ্লেষণ।
৮) বিদ‘আহ সম্পর্কে ইমাম ইবনু তায়মিয়াহ্র (o) বক্তব্য।
৯) বিদ‘আহ সম্পর্কে “আল ই‘তিসাম” গ্রন্থে বর্ণিত ইমাম শাত্বিবীর (o) বক্তব্য।
১০) মাদরাছা নির্মাণ বা ক্বোরআনে কারীমে হারাকাত সংযোজন করা কি বিদ‘আহ?
১১) ইমাম শাত্বিবী o কর্তৃক ‘উমার ইবনুল খাত্ত্বাব 3 এর বিদ‘আত সম্পর্কিত একটি উক্তির বিশ্লেষণ।
১১) সাহাবায়ে কিরামের (4) কথা কি দালীল হিসেবে বিবেচ্য?
১২) মুছলিম উম্মাহ তিহাত্তর দলে বিভক্ত হবে এবং বিদ‘আতীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে- বিষয়টির ব্যাখ্যা ও বিশ্লেষণ।