ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা বিষয়ক প্রশ্নোত্তর (১ম পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান c কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। ভাষান্তর করেছেনে আশ্‌ শাইখ হাম্মাদ বিল্লাহ c। আলোচনান্তে নিম্নে উল্লেখিত কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে-

১) আপনি যেমন উল্লেখ করলেন- হাদীছে বলা হয়েছে যে, এই উম্মাতের ৭৩টি দলের মধ্যে একটিমাত্র দলই হবে বিজয়ী, তাহলে অবশিষ্ট ৭২টি দল কি মুছলমানদের মধ্য হতে হবে, না তারা সকলেই হবে অমুছলিম?

২) আলোচনাকালীন ছূরা আত্‌তাওবাহ-র ১০০ নং যে আয়াতটি তিলাওয়াত করা হয়েছে, তাতে মোহাজিরীন এবং আনসার সাহাবায়ে কিরামের (4) সাথে সাথে তৃতীয় আরো এক প্রকার লোকের কথা বলা হয়েছে, তারা কারা? তারা কি অবশিষ্ট সাহাবায়ে কিরাম, না-কি তাবি‘য়ীন এবং তাব‘য়ে তাবি‘য়ীন?

৩) যেহেতু আমাদের জন্য মানহাজ হিসেবে সাহাবায়ে কিরামের অনুসৃত মানহাজই যথেষ্ট ছিল, তাহলে তাদের পরবর্তী দুই প্রজন্মের অনুসৃত মানহাজের কথা উল্লেখ করার মধ্যে কি হিকমাহ নিহিত রযেছে?

৪) “মাগযূব ‘আলাইহিম” বা যাদের প্রতি আল্লাহ্‌র গযব বর্ষিত হয়েছে, তাদের সম্পর্কে দয়া করে একটু ব্যাখ্যা দেবেন? 

৫) আমরা জানি যে, ধৈর্যধারণ করা আমাদের জন্য আবশ্যক। কিন্তু দেখা যায় যে, ক্বোরআনে কারীমে ছূরা কাহ্‌ফ এর ৬৮ নং আয়াতে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-

وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا.سورة الكهف- ٦٨

অর্থাৎ- এবং যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, সে বিষয়ে তুমি কিভাবে ধৈর্যধারণ করবে?ছূরা আল কাহ্‌ফ- ৬৮

দয়া করে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন? আল্লাহ আপনার কল্যাণ করুন!

৬) নারী নেত্রীদের আনুগত্য করা কি আমাদের উপর আবশ্যক?


১. سورة الكهف- ٦٨ 
২. ছূরা আল কাহ্‌ফ- ৬৮ 

Subscribe to our mailing list

* indicates required
Close