ইছলামের উপর অটল ও অবিচল থাকা (৩য় পর্ব)

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি অন্তর পরিশুদ্ধির অাবশ্যকতা, ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেছেন। ছালাফে সালিহীনের (4) মানহাজ অনুযায়ী ক্বোরআন ও ছুন্নাহ অনুশীলন করতে যেয়ে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারীগণকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে ‌এবং প্রতিনিয়ত হচ্ছে। ছালাফে সালিহীনের অনুসারীগণ সমাজে নিজেদেরকে অপরিচিত-নিঃসঙ্গ ভাবেন। তবে রাছূলুল্লাহ 1 এদেরকেই সুসংবাদ দিয়েছেন।
প্রত্যেক মুছলমানের উপর আবশ্যক হলো ছুন্নাহ্‌কে শক্তভাবে আঁকড়ে ধরা অর্থাৎ সর্বাবস্থায় ছুন্নাহ্‌র উপর অটল ও অবিচল থাকা এবং শাইত্বান ও তার অনুসারীদের ফাঁদে পা না দেয়া। প্রত্যেক মুছলমানের জন্য অত্যাবশ্যক হলো তাওহীদ প্রতিষ্ঠা ও অনুশীলন করা এবং সর্বপ্রকার শির্‌ক থেকে দূরে থাকা, ছুন্নাহ অনুশীলন করা এবং সর্বপ্রকার বিদ‘আত থেকে দূরে থাকা। প্রত্যেক মুছলমানের জন্য আবশ্যক হলো হাক্ব্যানী ‘উলামায়ে কিরামের অনুসরণ করা এবং পথভ্রষ্ট কিংবা বাত্বিল ও মন্দের দিকে আহবানকারী ‘আলিমদের অনুসরণ না করা। আমাদের ‍প্রত্যেকের উপর ওয়াজিব হলো ক্বোরআন ও ছুন্নাহ অধ্যয়ন ও চর্চার মাধ্যমে আল্লাহ্‌র (7) সাথে সম্পর্ক সুপ্রতিষ্ঠিত করা। আমাদের উচিত ছালাফে সালিহীন 4 ও তাদের সত্যিকার অনুসারী হাক্ব্যানী ‘উলামায়ে কিরামের লিখা বই-পত্র পঠন-পাঠনের মাধ্যমে ঈমান বৃদ্ধির চেষ্টা করা।

Subscribe to our mailing list

* indicates required
Close