এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ইমাম আহ্মাদ o এর জীবনী এবং ফিতনাহ্র সময়ে তার দৃঢ়তা ও অবিচলতার নমুনা।
৩) শাসক মামূনুর রাশীদের শাসনকালে ইমাম আহ্মাদ o যে ফিতনাহ্র সম্মুখীন হয়েছিলেন এবং তা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়।
৪) ইমাম আহ্মাদ o এর দু‘আ।
৫) শাসক মু‘তাসিম বিল্লাহ্র শাসনকালে ইমাম আহ্মাদ o যে ফিতনাহ্র সম্মুখীন হয়েছিলেন।
৬) নির্যাতিত হওয়ার সময়ে ইমাম আহ্মাদ o যে দু‘আ করেছিলেন।
৭) শাসক মু‘তাসিম বিল্লাহ্র শাসনপূর্ব সময়ে ইমাম আহ্মাদ o এর অবস্থা ও অবস্থান।
৮) ইমাম আহ্মাদ o এর যুহ্দ বা দুন্ইয়াবিমুখতা।
৯) ইমাম আহ্মাদ o এর প্রতি ইমাম শাফি‘য়ী o এর অনুরোধ।
১০) ঐসব লোকের অবস্থা যারা নিজেদের ‘আলিম বলে দাবি করে অথচ টাকার জন্য (অর্থ-সম্পদ লাভের জন্য) ফাতওয়া দেয়, হারামকে হালাল বলে এবং বৈধ বিষয়কে অবৈধ বলে ফাতওয়া দেয়। এসকল স্বঘোষিত ‘আলিমদের দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত ও পথভ্রষ্ট হচ্ছে।
১১) দ্বীনের উপর ইমাম আহ্মাদ’র (o) অটল ও অবিচল থাকার নমুনা।
১২) পথভ্রষ্ট বিভ্রান্তকারী দা‘য়ীদের বিষয়ে প্রকৃত ছালাফীগণের সুস্পষ্ট অবস্থান।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করা হয়:-
ক) কেউ যদি বলে- ইমাম আহ্মাদ o যখন দু‘আ করলেন “হে আল্লাহ, যদি ক্বোরআন সৃষ্ট না হয়… “, এটা কি তার পক্ষ থেকে সন্দেহ নয়? তাহলে আমরা কি বলব?
খ) অপচয় না করে পরিবারের মৌলিক চাহিদা উত্তমরূপে পূরণ করা কি তাক্বওয়া বিরোধী?