এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) ক্রমান্বয়ে ধাপে ধাপে ওয়াহী নাযিলের কারণ ছিল রাছূলুল্লাহ 1 এর অন্তরকে অটল ও অবিচল রাখা।
২) দ্বীনের উপর অটল ও অবিচল থাকার মাধ্যম হলো চারটি। এই চারটি মাধ্যম যে তিনটি বিষয়ের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, ক্বোরআনে কারীমের যাবতীয় বিষয়বস্তু সেই তিন ভাগে বিভক্ত। তাই বলা যায় যে, সমগ্র ক্বোরআনে কারীমই হলো দ্বীনের উপর অটল ও অবিচল থাকার মাধ্যম।
৩) শাইখ ‘উমার বাযমূল (c) বলেছেন যে, ক্বোরআনে কারীমে বর্ণিত যাবতীয় বিষয়বস্তু তিন ভাগে বিভক্ত। ১) তাওহীদ ও ‘আক্বীদাহ ২) হুক্ম-আহ্কাম ৩) পূর্ববর্তী উম্মাতের ক্বিস্সা বা ঘটনাবলির বর্ণনা। শাইখ হাম্মাদ বিল্লাহ এ বিষয়গুলো ব্যাখ্যা করেছেন।
৪) দ্বীনের উপর অটল-অবিচল থাকার মাধ্যম এবং ক্বোরআনে কারীমের বিষয়বস্তুর (উল্লেখিত তিনটি বিষয় যথা- তাওহীদ ও ‘আক্বীদাহ, হুক্ম-আহ্কাম বা বিধি-বিধান এবং পূর্ববর্তী জাতি সমূহের ঘটনাবলী-র) মধ্যে সম্পর্ক। শাইখ হাম্মাদ বিল্লাহ এ বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
৫) ক্বোরআনে কারীম-কে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাযিলের মূলে অন্যতম হিকমাহ হলো রাছূলুল্লাহ 1 এর অন্তরকে অটল ও অবিচল রাখা এবং কাফিরদের ষড়যন্ত্র প্রতিহত করা।
ক্রমান্বয়ে ধাপে ধাপে ক্বোরআনে কারীম নাযিল হওয়ার আরো কিছু হিকমাহ সম্পর্কে ইমাম ‘আব্দুল ‘আযীম আয্যারক্বানী ও ইমাম সাবূনী (q) এর বক্তব্য।