নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৭ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মুখকে প্রহরা দেয়ার গুরুত্ব। মুখের অনিষ্ট এবং একে প্রহরা দেয়ার উপকারিতা ও উত্তম ফলাফল সম্পর্কে উছতায আলোচনা করেছেন। তিনি এতদ্বিষয়ে বিভিন্ন হাদীছ থেকে প্রমাণ উপস্থাপন করেছেন।
২) উছতায মন্দ কথা ও উত্তম কথার সংজ্ঞা উদাহরণসহ পেশ করেছেন।
৩) মুখের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম সংঘঠিত হয়ে থাকে। তন্মধ্যে হলো যেমন- গীবত (পরনিন্দা), নামীমাহ (চোগলখোরী), মিথ্যা বলা, কারো গোপেন দোষ-ত্রুটি প্রকাশ করা, কারণ ছাড়া কোন মুছলমানকে গালি দেয়া, উচ্চস্বরে কথা বলা, অযথা-অনর্থক কথা-বার্তা বলা, কুটনামী করা, কারণ ছাড়া ঝগড়া-বিবাদ কিংবা অভিযোগ-অনুযোগ করা। উছতায c উদাহরণসহ প্রতিটি বিষয় আলোচনা করেছেন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) কেউ যদি বলে যে, “আমি গীবাহ করছি না, বরং ইমাম নাওয়াওয়ী (o) যে ধরনের গীবতকে শারী‘য়াতে অনুমোদিত বলেছেন, আমি সেরূপ গীবত করছি” – তাহলে আমরা তাকে কী বলব কিংবা কিভাবে সংশোধন করব?
খ) যে ব্যক্তি গীবতকারীর কাছে বসে এবং গীবত করতে শুনে অথচ গীবতকারীকে গীবত করা থেকে বিরত থাকতে বলে না কিংবা ঐ স্থান ছেড়ে চলে আসে না, সে কি তজ্জন্য আল্লাহ্‌র (8) নিকট শাস্তি পাবে?
গ) বিদ‘আতের বিরুদ্ধে কখন হিকমার সাথে প্রতিবাদ করা শ্রেয়, আর কখন নিশ্চুপ থাকা শ্রেয়?
ঘ) السلام عليكم ورحمة الله وبركاته।
যে ব্যক্তি নিজেকে আহলুছ্‌ ছুন্নাহ বলে দাবি করে, অথচ আহলুছ্‌ ছুন্নাহ নয় এরকম লোকের সাথে উঠাবসা করে (তাদের সাথে কথিত ইছলামী সভা-সেমিনারে অংশগ্রহণ করে) এবং তাদেরকে (আহলুছ্‌ ছুন্নাহ্‌র অন্তর্ভুক্ত নয় এরকম লোকদেরকে) সমর্থন করে, তার বিরুদ্ধে জনসমক্ষে কথা বলা কি গীবত বলে গণ্য হবে? আহলুছ্‌ ছুন্নাহ্‌র অন্তর্ভুক্ত নয় এরকম লোকদের সাথে উঠাবসাকারী ‘আলিমের বক্তব্য কি শুনা যাবে? এটা কি আমাদের দ্বীনের জন্য নিরাপদ? আল্লাহ 7 আপনাদের মধ্যে বারাকাহ দান করুন।
ঙ) কোন অমুছলিমের অনুপস্থিতিতে তার নিন্দা করলে সেটা কি গীবত বলে গণ্য হবে?
চ) বিয়ের উদ্দেশ্যে কেউ এসে যদি আমার নিকট কারো সম্পর্কে জানতে চায়, তাহলে তাকে ঐ ব্যক্তি সম্পর্কে কোন তথ্য না দিয়ে আমি কি চুপ থাকতে পারব?

আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।

Subscribe to our mailing list

* indicates required
Close