নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৫ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) অন্তরে উদিত বিষয়াদী সম্পর্কে উছতায ধারাবাহিক আলোচনা করেছেন।
২) অন্তর বিষয়ে ধারাবাহিক আলোচনা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরকে প্রহরা দেয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
৩) যে তিনটি পথে শাইত্বান মানুষের মধ্যে অনুপ্রবেশ করে সেগুলো নাফ্‌ছ্‌ বা মনের সাথেই সম্পৃক্ত। আর এই তিনটি মাধ্যম হলো- অবহেলা বা উদাসীনতা, প্রবৃত্তির অনুসরণ এবং ক্রোধ।
৪) শাইত্বানকে দমন করার জন্য যিক্‌রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
৫) পরিবারের সদস্যদের মধ্যে ক্রোধ প্রতিরোধের উপায় ও পদ্ধতি সম্পর্কে উছতায কয়েকটি উদাহরণ পেশ করেছেন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) السلام عليكم ورحمة الله।
মৃত গাইরে মাহ্‌রামকে দেখার বিষয়ে ইবনু উম্মি মাকতূম বর্ণিত হাদীছের ভাষ্যটি কী?
খ) দ্বীনী বা দুন্‌ইয়াওয়ী কোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা কিভাবে বুঝতে পারি যে, আমরা আমাদের নাফ্‌ছের দ্বারা পরিচালিত হচ্ছি না?
গ) সালাতরত অবস্থায় কারো মনের মধ্যে যদি নানারকম ওয়াছওয়াছা আসার কারণে সে যদি সালাতে পরিপূর্ণরূপে মনোযোগ দিতে না পারে, আর এরূপ অবস্থা যদি তার হরহামেশাই হতে থাকে এবং সে ব্যক্তি যদি আল্লাহ্‌র যিক্‌রের মাধ্যমে এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে এর অর্থ কি এটাই যে, ব্যক্তির অন্তরে অবহেলা বা উদাসীনতা গেঁড়ে বসেছে? এমতাবস্থায় উক্ত ব্যক্তির সালাত কি আল্লাহ্‌র নিকট মাক্ববূল হবে? আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
ঘ) মুছলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও কি খাবারের ক্ষেত্রে প্রতিটি রেস্তোরার খাবারগুলো হালাল না হারাম, বিষয়টি কি আমাদেরকে যাচাই করে নিতে হবে? চড়া মূল্যের রেস্তোরা সমূহে আমরা কি খেতে পারি?

Subscribe to our mailing list

* indicates required
Close