নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৪র্থ পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃ আলোচনা।
৩) দৃষ্টির মাধ্যমে অন্তরে যদি কোনরূপ মন্দ বিষয় ঢুকে যায়, তাহলে সাথে সাথে যথাযথভাবে তাওবাহ করে নিতে হবে এবং মন্দ চিন্তা ও ধ্যান-ধারণা কার্যে পরিণত করার পূর্বেই তা থেকে নিজেকে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে হবে।
৪) আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে উছতায হাম্মাদ বিল্লাহ c আলোচনা করেছেন।
৫) সময়ের গুরুত্ব বিষয়ে ইমাম শাফি‘য়ীর (o) বক্তব্য।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) ইছলামী বিয়ে-শাদীর ঘটকালী করে এরকম বিভিন্ন জনপ্রিয় ইলেকট্রনিক মাধ্যম যেগুলো কিছু নিয়ম-নীতি অনুসরণ করে চলে, সেসব মাধ্যমের সাহায্যে উপযুক্ত বর বা কনে খোঁজার বিষয়ে শারী‘য়াতের হুক্‌ম কি? এসব মাধ্যমে একই অঞ্চলের কিংবা ভিন্ন দেশ ও অঞ্চলের ছেলে-মেয়েরা নিজেদের ছবি ও প্রোফাইল আপলোড করে রাখে। অনেকে মনে করে যে, এসব মাধ্যমগুলোই হলো মুছলিম বর বা কনে খোঁজার যথাযথ মাধ্যম। প্রশ্ন হলো- বিয়ের উদ্দেশ্যে এসব ইলেকট্রনিক সাইটে ছেলে-মেয়ে পরস্পর নিজের ছবি ও অন্যান্য তথ্যাদি আদান-প্রদান করা শারী‘য়াত সম্মত কি-না? যদিও একথা জানা নেই যে, ছবি ও অন্যান্য তথ্যাদি আদান-প্রদান করার সময় মেয়ে পক্ষের যথাযথ ওয়ালী বা তার কোন মাহ্‌রাম উপস্থিত রয়েছেন কি- না।
খ) السلام عليكم ورحمة الله وبركاته। শাইখ! ঐ সব স্বামীদের জন্য শারী‘য়ার বিধান কি, যারা স্বীয় স্ত্রীর হিজাব/‘আবায়া পরার বিষয়কে গুরুত্ব দেয় না বা স্বীয় স্ত্রীদের হিজাব/‘আবায়া পরার বিষয়ে উদাসীন থাকে?
গ) উছতায! অনেকে বলে- রাছূলুল্লাহ 1 যখন মহিলা সাহাবিয়াদের দ্বীনী জ্ঞান শিক্ষা দিতেন তখন রাছূলুল্লাহ 1 মহিলা সাহাবিয়াদের দিকে তাকাতেন এবং তারাও তাঁর দিকে তাকাতেন। এটা কতটুক সত্য?
নিম্নোক্ত আয়াতগুলোতে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে?
ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا. وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا.سورة الأحزاب- ٢٣- ٣٣

অর্থাৎ- হে নাবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও, যদি তোমরা আল্লাহ্কে ভয় কর তাহলে (পর-পুরুষের সাথে) কোমল কন্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায় সঙ্গত কথা বলবে। আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে; প্রাচীন জাহিলী যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। তোমরা সালাত ক্বায়িম করবে ও যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রাছূলের অনুগত থাকবে। হে নাবীর পরিবার! নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে পঙ্কিলতা-অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে ভালোভাবে পবিত্র করতে চান।ছূরা আল-আহ্‌যাব- ৩২-৩৩
৪) বর্তমান সময়ে আমরা যখন কোন নারীকে উত্ত্যক্ত বা হয়রানির শিকার হতে দেখি, তখন আমরা তাকে বুঝানোর চেষ্টা করি যে, এসব থেকে বাঁচার জন্য পর্দা মেনে চলা আপনার জন্য আবশ্যক। তখন তিনি বলেন- একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমি কি আমার ইচ্ছামত চলাফেরা করতে পারি না? তার প্রত্যুত্তর আমরা কিভাবে দেব? ইছলামে স্বাধীনতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য কি?
আল্লাহ 7 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
৫) জনৈক ব্যক্তি যিনি নাহু-সারফ্‌ তথা ‘আরাবী ব্যাকরণ বেশ ভালোই শিক্ষা দেন, তিনি বলেছেন- জান্নাতে নারী হূরদের (সুন্দর চক্ষু বিশিষ্ট ললনাদের) পাশাপাশি পুরুষ হূরও থাকবেন। কথাটি কতটুকু সঠিক?
আল্লাহ 8 আপনার মধ্যে বারাকাহ দান করুন!
৬) নাফ্‌ছে লাওয়্যামা কি নাফ্‌ছে আম্মারাহ ও নাফ্‌ছে মুত্বমায়িন্নাহ্‌র মধ্যবর্তী কোন পর্যায়? ব্যক্তি তার নাফ্‌ছকে কিভাবে নাফ্‌ছে লাওয়্যামা থেকে নাফ্‌ছে মুত্বমায়িন্নাহ-তে উন্নীত করবে?


১. سورة الأحزاب- ٢٣- ٣٣ 
২. ছূরা আল-আহ্‌যাব- ৩২-৩৩ 

Subscribe to our mailing list

* indicates required
Close