এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি ক্ষেত্রে নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন। এই পর্বে ভালোবাসা বা মুহাব্বাহ বিষয়ে চমrকার আলোচনা করা হয়েছে।
১) ‘‘মুহাব্বাহ বা ভালোবাসা-র’’ আলোচনায় যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
২) শারী‘য়াসম্মত ভালোবাসা এবং হারাম বা নিষিদ্ধ ভালোবাসা।
৩) মুহাব্বাত এটা নতুন কোন বিষয় নয়, বরং এটা মানবজাতির স্বভাবজাত একটি বৈশিষ্ট্য। আমাদের পূর্ববর্তী উম্মাতের স্বভাব বৈশিষ্টেও ভালোবাসা বিদ্যমান ছিল।
৪) কি ধরনের মুহাব্বাত শারী‘য়াত অনুমোদিত, আর কি ধরণের মুহাব্বাহ শারী‘য়াতে নিষিদ্ধ-এ বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে।
৫) মুহাব্বাতের বিভিন্ন প্রকার এবং এগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ।
৬) উছতায c এখানে মুহাব্বাহ বিষয়ে ছালাফে সালিহীনের বিভিন্ন উক্তি ও বক্তব্য তুলে ধরেছেন। আমাদের পূর্ববর্তী জাতি-গোষ্ঠিরা কিভাবে তাদের ভালোবাসা প্রকাশ করত। ছালাফে সালিহীনের মধ্যে কি পারস্পরিক ভালোবাসা বিদ্যমান ছিল?
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) السلام عليكم ورحمة الله।
উছতায! ইউছুফ 5 এর সময়ের “জুলেখা” নামক যার কথা বলা হচ্ছে, তার নাম কি বিশুদ্ধভাবে রিওয়ায়াতে এসেছে?আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
খ) السلام عليكم ورحمة الله।
আল্লাহ 7 উছতাযকে উত্তম প্রতিদান প্রদান করুন।
শাইখের সমীপে আমার প্রশ্ন হলো- ছূফীগণ -‘ইশ্ক্বে ইলাহী- নামে একটি পরিভাষা ব্যবহার করেন, এমন পরিভাষার ব্যবহার কি জাইয?
আমার আরেকটি প্রশ্ন হলো- “হাবীবুল্লাহ ও খালীলুল্লাহ”র মধ্যে পার্থক্য কি?
আল্লাহ 8 আপনার মধ্যে বারাকাহ দান করুন।