নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২৫নং পর্ব)

এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
১) উছতায আরো একবার ছূরা নূরের ৩১নং আয়াতের ব্যাখ্যা করেছেন।
২) নিক্বাব সম্পর্কে ‘উলামায়ে কিরামের বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি উছতায (c) ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে এসব মতামত সুন্দরভাবে পর্যালোচনা করেছেন। তাছাড়াও উছতায (c) সমসাময়িক ‘উলামায়ে কিরামের যেমন, শাইখ আল আলবানী ও শাইখ ইবনু বায o এর এতদ্বিষয়ে প্রদত্ত মতামতও উল্লেখ করেছেন।
৩) হিজাব ও নিক্বাবের বিবরণ। এগুলো কেমন হওয়া উচিত?
৪) ঘরের বাইরে এবং সালাতে নারীদের পরিধেয় বস্ত্র কেমন হওয়া চাই?

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:
১) নারীকন্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত?
২) যদি সালাতকালীন ভুলবশতঃ কোন নারীর চুলের কিংবা পায়ের সামান্য অংশ অনাবৃত হয়ে পড়ে, তাহলে তাকে কি সেই সালাত পুনরায় আদায় করতে হবে? আল্লাহ আপনার মধ্যে বারাকাহ দান করুন!
৩) السلام عليكم ورحمة الله وبركاته।
অধিকাংশ মুছলিমদের ঘরে যে খাদিমারা (কাজের মহিলারা) থাকেন, তারা ওই ঘরের পুরুষের (গায়রে-মাহ্‌রামদের) সামনে কতটুকু পর্দা করবেন? আল্লাহ আপনার মধ্যে বারাকাহ দান করুন!
৪) ছূরা আল আহ্‌যাবের ৩২নং আয়াতের (فَلاَ تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِى فِى قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلاً مَّعْرُوفاً) মর্ম কি?
৫) السلام عليكم ورحمة الله وبركاته।
কোন নারী যদি নিক্বাব ব্যবহারের পাশাপাশি চক্ষুর সাজসজ্জা করেন, তাহলে এটা কি ফিতনাহ বলে গণ্য হবে? নারীদের জন্য তাদের চোঁখের ভ্রুও ঢেকে রাখা কি আবশ্যক? নিক্বাব পরিধানের উদ্দেশ্য কি?

Subscribe to our mailing list

* indicates required
Close