উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিশেষভাবে এখানে মাহ্রাম ও হিজাব বিষয়ে আলোচনা করা হয়েছে। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) মাহ্রামের সংজ্ঞা। একজন নারী বা একজন পুরুষের জন্য কারা মাহ্রাম?
২) ছূরা আন্ নিছা এর ২৩নং আয়াতের ব্যাখ্যা:-
ক্বোরআনে কারীমে আল্লাহ 0 ইরশাদ করেছেন:-
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَن تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا.سورة النساء-٢٣
অর্থাৎ- “তোমাদের জন্যে (বিয়ে করা) হারাম করা হয়েছে- তোমাদের মাতাগণ, তোমাদের কন্যাগণ, তোমাদের বোনগণ, তোমাদের ফুফুগণ, তোমাদের খালাগণ, এবং ভাইয়ের মেয়ে ও বোনের মেয়ে এবং তোমাদের মাতা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন ও তোমাদের দুধ বোন এবং তোমাদের স্ত্রীদের মাতা (শাশুড়ী) ও তোমাদের যে সব স্ত্রীদের সাথে তোমরা মিলিত হয়েছ তাদের সেসব কন্যা যারা লালিত পালিত হয়ে তোমাদের ঘরেই আছে, কিন্তু যদি তোমরা তাদের (অর্থাৎ সেই স্ত্রীদের) সাথে মিলিত না হয়ে থাকো, তাহলে তাদের কন্যাদের বিয়ে করতে তোমাদের কোন অপরাধ নেই, এবং (তোমাদের জন্য হারাম করা হল) তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে (বিবাহ করা) এবং দুই বোনকে একত্রে বিয়ে করা, পূর্বে যা গত হয়েছে তা ছাড়া। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু”।ছূরা আন্ নিছা-২৩
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) السلام عليكم ورحمة الله وبركاته।
শাইখ! আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। একজন পুরুষ তার স্ত্রীর ফুফু বা খালাকে নিয়ে কি হাজ্জ বা ‘উমরাহ্তে যেতে পারবে?
আল্লাহ 7 আপনার মধ্যে বারাকাহ দান করুন।
খ) السلام عليكم ورحمة الله।
উছতায! ব্যাখ্যাসহ মাহ্রাম সম্পর্কে আমরা যা জানতে পারলাম, সে বিষয়টি আমাদের মা ও স্ত্রীদেরকে কিভাবে অবহিত করা বা শিক্ষা দেয়া আমাদের উচিত?
গ) ক্বোরআনে কারীমের কোন আয়াত সোশ্যাল মিডিয়াতে শেয়ারের আদব কি?
ঘ) আমাদের দেশে সাধারণত বিয়ের জন্য মেয়ে দেখার ক্ষেত্রে অনেক সময় হিজাবের মারাত্মক লঙ্ঘন হয়। ছেলের সাথে তার বাবা, চাচা যায়। আবার দেখা যায়, মেয়ের মা ছেলের সামনে চলে আসে। এই সব পরিস্থিতি কিভাবে এড়ানো যায়?