নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১১তম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ c এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিশেষভাবে এখানে কথার দ্বারা পাপ করার, মিথ্যা বলার এবং অন্যের গোপনীয়তা ফাঁস করার বিষয়ে আলোচনা করেছেন। উক্ত বক্তব্য থেকে অতি গুরুত্বপূর্ণ বিশেষ ক’টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) অন্যের গোপন দোষ-ত্রুটি প্রকাশ করা বা মানুষের কাছে বলে বেড়ানো নিষিদ্ধ।
২) অন্যের গোপন দোষ-ত্রুটি প্রকাশ করা কখন নিষিদ্ধ আর কখন নিষিদ্ধ নয় বা জায়িয আছে।
৩) রাছূলুল্লাহ 1 ও ছালাফে সালিহীন 4 কর্তৃক অন্যের গোপন দোষ-ত্রুটি আড়াল করার কতিপয় দৃষ্টান্ত উছতায এখানে পেশ করেছেন।
৪) আমাদের কর্তব্য হলো স্বীয় সন্তান-সন্ততিকে অন্যের গোপন বিষয়াদিকে প্রকাশ না করার বরং গোপনীয়তা রক্ষার শিক্ষা দেয়া।
৫) আমাদের সমাজে নারী-পুরুষের বিভিন্ন বদ-অভ্যাসের কতিপয় নমুনা উছতায এখানে পেশ করেছেন।
৬) অন্যের গোপন দোষ-ত্রুটি বলে বেড়ানো গুরুতর পাপ। এজন্য ক্বিয়ামাতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) শিষ্টাচার বা সৌজন্যতা বলতে কি বুঝায়?
খ) আমরা জানি যে ক্বাছ্‌ম বা শপথ একমাত্র আল্লাহ্‌র নামে হতে হবে, কিন্তু সাহীহ্‌ মুছলিমে দেখলাম যে, রাছূলুল্লাহ 1 জনৈক ব্যক্তির বাবার নামে শপথ করেছেন- বিষয়টি সম্পর্কে বললে উপকৃত হব।
গ) السلام عليكم ورحمة الله وبركاته।
শাইখ! কোন ব্যক্তি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অন্যের কোন গোপন দোষ-ত্রুটি প্রকাশ করে ফেললে এর কাফ্‌ফারা কি হতে পারে?
আল্লাহ 0 আপনাদের মধ্যে বারাকাহ দান করুন।

Subscribe to our mailing list

* indicates required
Close