এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। উক্ত ধারাবাহিক বক্তব্যে উছতায ক্বোরআনে কারীমের ছূরা সমূহের তাফছীর প্রদান করবেন, إن شاء الله।
ধারাবাহিক বক্তব্যে নিম্নোক্ত বইসমূহ উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে-
ক) আল ‘আল্লামা ‘আব্দুল্লাহ আছ্ ছা‘দী o রচিত এবং শাইখ সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত আত-তা‘লীক্ব ‘আলাল ক্বাওা‘য়ীদ আল-হিছান।
খ) আল ‘আল্লামা মুহাম্মাদ ‘আলী আস্ সাবূনী o রচিত আত্ তিবয়ান ফী ‘উলূমিল ক্বোরআন।
গ) আল-‘আল্লামা ছুয়ূতী o রচিত আল-ইতক্বান।
এছাড়াও ছালাফদের রচিত আরো কিছু কিতাব থেকে সারাংশ উপস্থাপন করা হবে, إن شاء الله।
বক্তব্যের এই পর্বে উছতায নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন-
১) মুসহাফের প্রথম ছূরা হচ্ছে আল-ফাতিহাহ। এটি মাক্কী ছূরা। এতে মোট সাতটি আয়াত রয়েছে। এই ছূরার অনেকগুলো নাম বিশুদ্ধ ছুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন-
ক) আল-ফাতিহাহ
খ) উম্মুল কিতাব বা উম্মুল ক্বোরআন
গ) ছূরাতুল হাম্দ
ঘ) ছূরাতুস্ সালাত
ঙ) ছূরাতুশ্ শিফা
চ) ছূরাতুর্ রুক্বইয়াহ
ছ) আছাছুল ক্বোরআন বা ক্বোরআনের মূল ভিত্তি
জ) ছূরাতুল কাফিয়াহ
ঝ) আছ্ছাব’উল মাছানী।
২) ছূরাতুল ফাতিহার কিছু বৈশিষ্ট্য নিম্নরুপঃ
ক) সম্পূর্ণ ক্বোরআনে কারীমের বক্তব্যের নির্যাস ছূরা ফাতিহায় বিদ্যমান আছে।
খ) এই ছূরাকে ক্বোরআনে কারীমের ভূমিকাও বলা হয়।
গ) ক্বোরআনে কারীমের অন্যতম ছূরাগুলোর একটি হচ্ছে- ছূরা আল-ফাতিহা।
ঘ) তাওরাত, যাবূর ও ইনজিল ছূরা ফাতিহার অনুরূপ কোনো ছূরা অবতীর্ণ হয়নি।
ঙ) ছূরা ফাতিহা পাঠ করা ছাড়া ছালাত আদায় হয় না।