যুহরের সালাতের সময়ই হলো জুমু‘আর সালাতের সময়। এর প্রমাণ হলো- আনাছ 3 হতে বর্ণিত:-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ.رواه البخاري و الترمذي و أحمد
অর্থ- সূর্য যখন মধ্য আকাশ থেকে সরে (পশ্চিম দিকে একটু ঢলে পড়ত) যেত, তখন নাবী 1 জুমু‘আর সালাত আদায় করতেন।সাহীহ্ বুখারী, তিরমিযী, মুছনাদে ইমাম আহ্মাদ
অন্য হাদীছে ছালামাহ ইবনুল আকওয়া‘ 3 হতে বর্ণিত, তিনি বলেছেন:-
كُنَّا نُجَمِّعُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا زَالَتِ الشَّمْسُ، ثُمَّ نَرْجِعُ نَتَتَبَّعُ الْفَيْءَ.رواه مسلم و إبن حبان
অর্থ- সূর্য যখন মধ্য আকাশ থেকে সরে (পশ্চিম দিকে একটু ঢলে পড়ত) যেত, তখন আমরা রাছূলুল্লাহ 1 এর সাথে জুমু‘আর সালাত আদা করতাম, অতঃপর আমরা ছায়া অনুসরণ করে (বাড়ীতে) ফিরে যেতাম।সাহীহ্ মুছলিম, সাহীহ্ ইবনে হিব্বান
সূত্র:-
১) ‘আল্লামা শাইখ মুহাম্মাদ ইবনু জামীল যাইনূ সংকলিত- আরকানুল ঈমান ওয়াল ইছলাম।
২) ফিক্বহুছ্ ছুন্নাহ লিল ‘আল্লামা আছ্ছায়্যিদ ছাবিক্ব।
৩) আল ফিক্বহু ‘আলাল মাযাহিবিল আরবা‘আহ লি আব্দির্ রহমান আল জাযীরী।
৪) বুলূগুল মারাম লিল ‘আল্লামা আল হাফিয ইবনু হাজ্র আল ‘আছক্বালানী।
৫) যাদুল মা‘আদ লিল ‘আল্লামা আল হাফিয ইবনুল ক্বায়্যিম আল জাওযিয়্যাহ।
৮) আল মাজমূ‘ লিল ইমাম আশ শাফি‘য়ী।
৭) আল মুগনী লিল ইমাম ইবনু ক্বোদামা।