আরকানুল ইছলাম বা ইছলামের ভিত্তি কয়টি ও কি কি?

ইছলামের মূল ভিত্তি (রুক্‌ন) হলো পাঁচটি। এর প্রমাণ হলো:-‌ ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার h থেকে বর্ণিত হাদীছে রয়েছে, রাছূল 1 ইরশাদ করেছেন:-

بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةٍ، عَلَى أَنْ يُوَحَّدَ اللهُ -وفى رواية- شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ, وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصِيَامِ رَمَضَانَ، وَالْحَجِّ.رواه البخاري ومسلم

অর্থ- ইছলামকে পাঁচটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে:- (১) আল্লাহ্‌র একত্ব প্রতিষ্ঠা করা (অর্থাৎ নিজের বিশ্বাস, কথা ও কাজে আল্লাহ্‌র একত্ব অক্ষুন্ন রাখা)। অন্য বর্ণনার ভাষ্য হলো:- আল্লাহ ব্যতীত আর কোন মা‘বুদ নেই এবং মুহাম্মাদ 1 আল্লাহ্‌র বান্দাহ্ ও রাছূল’’ এই ঘোষণা ও সাক্ষ্য প্রদান করা। (২) সালাত ক্বায়িম করা। (৩) যাকাত প্রদান করা। (৪) মাহে রামাযানের রোযা পালন করা। (৫) হাজ্জ সম্পাদন করা।সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম


১. رواه البخاري ومسلم 
২. সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম 

Subscribe to our mailing list

* indicates required
Close