ড. আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম আল বারবাহারী রচিত “শারহুছ্ ছুন্নাহ (ছুন্নাতের ব্যাখ্যা)” (৪০নং পর্ব)

এটি মুহ্তারাম আশ্‌শাইখ সালিহ্ আল ফাওযান c কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী o এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ c
বক্তব্যের এ পর্বে উছতায একজন মানুষের মৃত্যুর পূর্ববর্তী ও পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আলোচনার প্রধান ও উল্লেখযোগ্য বিষয়গুলো হলো নিম্নরূপ:-
১) মৃত্যু বলতে আমরা কী বুঝি? দেহ থেকে রূহ্‌ বের হয়ে যাওয়ার নামই মৃত্যু।
২) প্রাণহরন সম্পর্কিত ক্বোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং এতদসংশ্লিষ্ট সংশয় নিরসন।
৩) রূহ্‌ ক্বাব্‌যের সময় একজন মু’মিন ও কাফিরের কি অবস্থা হতে পারে? তাদের মধ্যে কি কি পার্থক্য করা হবে?

ক) মূমিনের রূহ্‌ থেকে সুঘ্রাণ ছড়াবে। তার জন্য আছমানের দরজা খুলে দেয়া হবে। কাফিরের রূহ্‌ থেকে দুর্গন্ধ ছড়াবে। তার জন্য আছমানের দরজা বন্ধ করে দেয়া হবে।

8) মু’মিনদের মধ্যে যারা গুনাহগার; রূহ্‌ ক্বাব্‌যের সময় তাদের অবস্থা কেমন হবে? এ ব্যাপারে উছতায বলেছেন যে, যার গুনাহ যত মারাত্মক, তার সাথে ফিরিশতারা সেই অনুপাতে আচরণ করবেন। ক্বাবরের জীবনেও সেই অনুপাত বজায় থাকবে।
৫) মৃত্যুই হচ্ছে মানুষের জন্য ক্বিয়ামাহ স্বরূপ। এই সময়ে সে তার ভালো ও মন্দ কর্মগুলো দেখতে পাবে।
৬) ক্বাবরে কি গুনাহগার মু’মিন; মুনকার-নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে? এ ব্যাপারে উছতায বলেছেন যে, ক্বাব্‌রে গুনাহগার মু’মিন; মুনকার-নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে। যেহেতু তারা মুওয়াহ্‌হিদ (একত্ববাদী) ছিল।
৭) ক্বাবরে মানুষের সাথে কেমন ব্যবহার করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা-

ক) প্রত্যেককেই জান্নাত ও জাহান্নাম উভয়টিই দেখানো হবে।
খ) খালিস মু’মিনরা ফিরিশতাদের থেকে সুসংবাদ পাবে।

৮) অমুছলিমরা পুনরায় দুন্ইয়াতে ফিরে আসার জন্য আল্লাহ্‌র কাছে সুপারিশ করবে। তারা বলবে- আমরা পুনরায় পৃথিবীতে ফিরে গিয়ে সঠিক ভাবে ‘আমল করব। তবে তাদের এই সুপারিশ ক্বাবূল করা হবে না। এই বিষয়ে ক্বোরআনের বিভিন্ন আয়াতের আলোকে আলোচনা করা হয়েছে।
৯) মৃত্যুর পর গুনাহগার মু’মিনদের ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে কি-না? তাদের সন্তানরা তাদের জন্য দু‘আ করলে তাদের ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে।
১০) মৃত্যুরও কি মৃত্যু হয়ে যাবে? যদি হয়, তবে তা কখন হবে?

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) সাধারণ মূমিনদের থেকে কি শহীদদের মৃত্যুকষ্ট কম হয়?
খ) গুনাহগার মূমিনদের রূহ ক্বাবযের সময় ‘আযাবের ফিরিশতাগণ না রাহ্‌মাতের ফিরিশতাগণ আসবেন?
গ) কোন লোকের জানাযার সালাত সঠিকভাবে আদায় করা না হলে উক্ত মৃত ব্যক্তিকে ক্ষমা করা হবে কি-না?

Subscribe to our mailing list

* indicates required
Close