এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) বাংলাদেশে এমনসব লোক রয়েছে যারা নিজেদেরকে আহলুল হাদীছ বলে দাবি করে অথচ তারা অনেক দলে বিভক্ত। তাদের এই বিভক্তি প্রমাণ করে যে, তারা পুরোপুরি সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়।
৩) প্রত্যেক মুছলমান ধৈর্য্যধারণের জন্য আদিষ্ট। কারণ সে জানে যে, উত্তম পরিণতি তাদের জন্যেই যারা আল্লাহ্কে (0) ভয় করে।
৪) জীবন চলার পথে বিপদ-মুসীবাতের সম্মুখীন প্রতিটি মানুষের করণীয় হলো দু’টি কাজ- (এক) সাব্র বা ধৈর্য্যধারণ (দুই) আল্লাহ্র তাছবীহ্।
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করা হয়:-
ক) যুক্তরাষ্ট্র নিবাসী ইয়াছির ক্বাদী নামীয় জনৈক দা‘য়ী “ছালাফিয়্যাহ্ সম্পর্কে সার্বজনীন ধারণা” শিরোনামে প্রদত্ত ভাষণে বলেছেন:- আমি এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, ছালাফীদের বুঝা উচিত- যদি এই মূহুর্তে ‘উমার ইবনুল খাত্ত্বাব 3 আমাদের মাঝে জীবিত থাকতেন এবং তাঁকে, তাওহীদ কতো প্রকার ও কি কি? “রাহ্মান ‘আরশের উপরে” এর ব্যাখ্যা কি? এরূপ প্রশ্নসম্বলিত ‘আক্বীদাহ বিষয়ক কোন কুইজ দেয়া হতো, তাহলে তিনি ফেল করতেন। এমনিভাবে ফিক্কহের মৌলিক বিষয়াদী সংক্রান্ত যেসব ‘ইবারাত (মূল পাঠ) আপনি মুখস্থ করেছেন সেসবের কোন কিছু সম্পর্কে যেমন, ওযূ ভঙ্গের কারণগুলো কি কি? ওযূর শর্তাবলী কি? সালাতের শর্তাবলী কি? কিংবা এসব বিষয়ের তাৎপর্য, ব্যাখ্যা ও সারমর্ম সম্পর্কে জিজ্ঞেস করতেন যেগুলো সম্পর্কে তিনি বা তারা কখনো এভাবে চিন্তা করেননি, তাহলে তিনি এসবের উত্তর দিতে পারতেন না; ফেল করতেন।
উছতায! ‘উমার ইবনুল খাত্ত্বাব 3 সম্পর্কে ইয়াছির ক্বাদি’র এরূপ বক্তব্য সম্পর্কে কিছু বলুন।
খ) আছ্ছালামু ‘আলাইকুম। গণতান্ত্রিক পদ্বতিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেয়ার ব্যাপারে ইছলামের বিধান কী? ইছলামিক মনোভাব সম্পন্ন কোন লোককে ভোট দেয়া যাবে কি?