এটি তাক্বওয়া বিষয়ে শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। আল্লাহ 0 ঈমানদারগণকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাক্বওয়া অবলম্বন করে এবং মুছলমান না হয়ে মৃত্যুবরণ না করে। অত্র ভাষণে শাইখ হাম্মাদ বিল্লাহ c ইছলামের উপর অটল ও অবিচল থাকার এবং সবসময় তাক্বওয়া অবলম্বন করে চলার উপায় সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সকল মুছলমানকে এবং বিশেষভাবে যারা তার এই ভাষণ শুনছেন তাদেরকে সবসময় তাক্বওয়া তথা আল্লাহভীতি অবলম্বন করে চলার আহবান জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে, আল্লাহ্কে (7) যেভাবে ভয় করা উচিত আমরা যেন সেভাবে আল্লাহ্কে (0) ভয় করি, আল্লাহ্র প্রতি আমরা যেন সর্বদা কৃতজ্ঞ থাকি; কখনো অকৃতজ্ঞ না হই, আমরা যেন সবসময় আল্লাহ্র অানুগত্য করি, তাঁর অবাধ্য না হই এবং আল্লাহ্র (8) শোক্র আদা করি, তাঁর কোন দান-অনুগ্রহ বা নি‘মাহ-কে অস্বীকার না করি।