এটি তাক্বওয়া বিষয়ে শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি তাক্বওয়া এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। তাক্বওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভীতি এবং বিরত থাকা। তবে শারী‘য়াতের পরিভাষায় তাক্বওয়ার এক বিশেষ অর্থ রয়েছে, আর তা হলো- অন্তরের এমন এক উচ্চ অবস্থা যা মানুষকে এই মর্মে সচেতন করে রাখে যে, আল্লাহ 7 জানেন এবং সদা-সর্বদা সবকিছু দেখছেন। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সকল বিষয়েই পুরোপুরি অবগত এবং সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন। আর এই বোধ ও উপলব্ধি সবসময় ভালো কাজ করতে এবং মন্দ ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে ব্যক্তিকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। তাক্বওয়ার প্রভাব যেমন ব্যক্তির উপর হয় তেমনি সমাজের উপরও হয়ে থাকে। আমরা যদি সঠিকভাবে তাক্বওয়া অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের সমাজ থেকে দুর্নীতি ও দারিদ্র দূর হয়ে যেত। তাক্বওয়া অবলম্বন হলো আল্লাহ্র (0) পক্ষ হতে সাহায্য প্রাপ্তির কারণ বা মাধ্যম। তাক্বওয়া অবলম্বনের মধ্যেই আমাদের শান্তি ও নিরাপত্তা নিহিত।