এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) সত্যের উপরে অর্থাৎ দ্বীনের উপরে কিভাবে অটল থাকা যায়? শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله নিম্নোক্ত চারটি বিষয়কে দ্বীনের উপর অটল ও অবিচল থাকার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন এবং ছূরাতুল ‘আস্র-কে এর প্রমাণ হিসাবে পেশ করেছেন। বিষয় চারটি হলো যথা:-
(ক) ঈমান বাস্তবায়ন।
(খ) নেককাজ করা।
(গ) পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করা।
(ঘ) একে অপরকে ধৈর্যধারণের সদুপদেশ প্রদান করা।…